মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৭৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : মক্কা বিজয়ের পূর্বে যাঁরা মদীনায় হিজরত করেছেন, তাঁরা পরবর্তীতে অন্যত্র বসবাস করলেও তাঁদের হিজরতের ছাওয়াব অব্যাহত থাকা প্রসংগ
(১৭৬) সা'ঈদ ইব্ন ইয়াস ইব্ন সালামা ইব্ন আকওয়া থেকে বর্ণিত, তাঁর পিতা তাঁকে হাদীস বর্ণনা করে শুনিয়েছেন যে, সালামা (রা) মদীনায় আগমন করে বুরাইদা ইবনল হুমায়র (রা)-এর সাথে সাক্ষাত করেন। তখন বুরাইদা তাঁকে বলেন, হে সালামা তুমি তো তোমার হিজরত বিনষ্ট করে ফেলেছ। সালামা (রা) বললেন, আল্লাহর আশ্রয় চাই (আল্লাহ্ না করুন)। আমি তো আল্লাহর রাসূলের অনুমতিক্রমে দূরে অবস্থান করছি। আমি রাসূলুল্লাহকে (ﷺ) বলতে শুনেছি, হে আসলাম (গোত্রীয় লোকজন), তোমরা দূরাঞ্চলে (গ্রামে বা জঙ্গলে) ফিরে যাও, বিশুদ্ধ বায়ু সেবন কর এবং উপত্যকায় বসবাস কর। রাসূলের (ﷺ) এই বাণী শুনে লোকজন বললো, আমাদের ভয় হয়, পাছে আমাদের হিজরত ক্ষতিগ্রস্ত হয়, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা যেখানেই থাক না কেন, তোমরা মুহাজির।
(হাইছামী, আহমদ ও তাবারানী)
(হাইছামী, আহমদ ও তাবারানী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بقاء ثواب الهجرة ان هاجر إلى المدينة قبل الفتح وإن أقام في غيرها بعد
عن سعد بن إياس بن سلمة بن الاكوع أن أباه حدثه أن سلمة رضى الله عنه قدم المدينة فلقيه بريدة بن الحصيب فقال ارتددت عن هجرتك يا سلمة، فقال معاذ الله انى فى اذن من رسول الله صلى الله عليه وسلم يقول أبدوا يا أسلم تنسموا الرياح واسكنوا الشعاب، فقالوا إنا نخاف يا رسول الله أن يضرنا ذلك فى هجرتنا، فقال انتم مهاجرون حيث كنتم