মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৭৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : মক্কা বিজয়ের পূর্বে যাঁরা মদীনায় হিজরত করেছেন, তাঁরা পরবর্তীতে অন্যত্র বসবাস করলেও তাঁদের হিজরতের ছাওয়াব অব্যাহত থাকা প্রসংগ
(১৭৭) 'আমর ইবন আবদুর রহমান ইবন জারহাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনতে পেলাম জনৈক ব্যক্তি জাবির ইবন আবদুল্লাহকে (রা) জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাহাবীগণের মধ্যে আপনার সঙ্গী আর কে কে অবশিষ্ট (জীবিত) আছেন? জাবির বললেন, অবশিষ্ট আছেন আনাস ইবন মালিক ও সালামা ইব্‌নল আকওয়া (রা)। তখন (উপস্থিত) অপর একজন বলে উঠলেন, সালামা তো তাঁর হিজরত থেকে পিছনে ফিরে গেছে। জাবির (রা) বললেন, এ ধরনের কথা বলবেন না। কারণ, আমি আল্লাহর রাসূলকে (ﷺ) বলতে শুনেছি, হে আসলাম গোত্রীয় লোকজন, তোমরা নগর জীবন থেকে দূরাঞ্চলে (মরুভূমি, অরণ্য বা পর্বতগিরিতে) চলে যাও। তখন তারা বলেছিল, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ), আমাদের ভয় হয় যে, হিজরত করার পর আমরা আবার না পশ্চাতে চলে যাই। রাসূল (ﷺ) বললেন, না, তোমরা সেখানেই অবস্থান কর না কেন, তোমরা মুহাজির।
(হাইছামী ও আহমদ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بقاء ثواب الهجرة ان هاجر إلى المدينة قبل الفتح وإن أقام في غيرها بعد
عن عمر بن عبد الرحمن بن جرهد قال سمعت رجلا يقول لجابر بن عبد الله رضى الله عنهما من بقى معك من أصحاب رسول الله؟ صلى الله عليه وسلم قال بقى أنس بن مالك وسلة بن الاكوع (رضى الله عنهما) فقال رجل أما سلمة فقد ارتد عن هجرته: فقال جابر لا تقل ذلك فانى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ابدوا يا أسلم قالوا يا رسول الله وانا نخاف أن نرتد بعد هجرتنا فقال انكم أنتم مهاجرون حيث كنتم
tahqiqতাহকীক:তাহকীক চলমান