মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৭৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : মক্কা বিজয়ের পূর্বে যাঁরা মদীনায় হিজরত করেছেন, তাঁরা পরবর্তীতে অন্যত্র বসবাস করলেও তাঁদের হিজরতের ছাওয়াব অব্যাহত থাকা প্রসংগ
(১৭৫) সালামা ইব্‌ন আকওয়াহ (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহর (ﷺ) কাছে (মক্কা বিজয়ের পূর্বে মদীনায় হিজরত করার পর) গ্রামাঞ্চলে গিয়ে বসবাস করার অনুমতি প্রার্থনা করলে, রাসূল (ﷺ) তাঁকে অনুমতি প্রদান করেন।
(মুসলিম। ইয়াযীদ ইব্‌ন আবী 'উবাইদের ধারায় বুখারীও বর্ণনা করেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بقاء ثواب الهجرة ان هاجر إلى المدينة قبل الفتح وإن أقام في غيرها بعد
حدّثنا حماد بن مسعدة عن يزيد بن أبى عبيد عن سلمة (يعنى ابن الاکوع رضى الله عنه) انه استأذن رسول الله صلى الله عليه وسلم فى البدو فأذن له
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৭৫ | মুসলিম বাংলা