মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৬৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: যতক্ষণ শত্রুরা যুদ্ধে লিপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ না হওয়া
(১৬৫) আবুল খায়র থেকে বর্ণিত, তিনি বলেন, জুনাদাহ ইব্ন আবী উমাইয়া তাঁকে বলেছেন যে, আসহাবে রাসূলের (ﷺ) কয়েকজন (হিজরত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে) বিতর্কে জড়িয়ে পড়েন। কেউ কেউ বলেন যে, হিজরত বন্ধ হয়ে গিয়েছে। (আবার কেউ কেউ এর বিপরীত মত ব্যক্ত করেন)। রাবী বলেন, তখন আমি নিজে রাসূল (ﷺ) এর কাছে বললাম, কিছুসংখ্যক লোক বলাবলি করছে যে, হিজরত বন্ধ হয়ে গিয়েছে। তখন রাসূল (ﷺ) বললেন, যতদিন জিহাদ অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত হিজরত বন্ধ হবে না।
(হাদীসটি গরীব।
(হাদীসটি গরীব।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عدم انقطاع الهجرة ما دام العدو يقاتل
عن أبى الخيران جنادة بن ابى أمية حدثه أن رجالا من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال بعضهم إن الهجرة قد انقطعت فاختلفوا فى ذلك، قال فانطلقت الى رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله ان أناسا يقولون إن الهجرة قد انقطعت، فقال رسول الله صلى الله عليه وسلم ان الهجرة لا تنقطع ما كان الجهاد