মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৬৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: যতক্ষণ শত্রুরা যুদ্ধে লিপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ না হওয়া
(১৬৪) রজা ইবন হাইওয়াহ তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তাঁর পিতা এমন একজন বার্তাবাহকের কাছ থেকে জেনেছেন, যিনি আল্লাহর নবী (ﷺ) কে হিজরতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। রাসূল (ﷺ) বলেছিলেন, হিজরত বন্ধ হবে না-যতদিন পর্যন্ত কাফির শত্রুদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকবে।
(আহমদ ও হাইছামী)
(আহমদ ও হাইছামী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عدم انقطاع الهجرة ما دام العدو يقاتل
عن رجاء بن حيوة عن أبيه عن الرسول الذي سأل النبي صلى الله عليه وسلم عن الهجرة فقال لا تنقطع ما جوهد العدو