মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৬৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: যতক্ষণ শত্রুরা যুদ্ধে লিপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ না হওয়া
(১৬৩) ইবন মুহাইরিষ থেকে বর্ণিত, তিনি বনু মালিক ইবন হাসল গোত্রের আবদুল্লাহ ইবনস সা'দী থেকে বর্ণনা করেন, তিনি কিছুসংখ্যক সাহাবীর সাথে মিলে রাসূল (ﷺ) এর কাছে আগমন করেন। সাহাবীগণ তাঁকে বললেন, তুমি আমাদের বাহনগুলোর দেখাশোনা কর (আমরা প্রয়োজন সেরে আসছি)। তারপর তুমি নবীর (ﷺ) কাছে প্রবেশ করবে। তিনি (আব্দুল্লাহ ইব্‌নস সা'দী) সেই কওমেরই একজন ছিলেন, সুতরাং তিনি তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিলেন। এরপর তারা ফিরে এসে তাঁকে বললো, এবার তুমি প্রবেশ কর (রাসূল সকাশে)। তখন তিনি প্রবেশ করলেন। রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমার প্রয়োজন কি? তিনি বললেন, আমার প্রয়োজন হচ্ছে-আপনি আমাকে বলবেন হিজরত শেষ হয়ে গিয়েছে কি না। তখন (একথা শুনে) রাসূল (ﷺ) বললেন, তোমার প্রয়োজনটি ওদের প্রয়োজনের চেয়ে উত্তম। হিজরত ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত কাফির শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে।
(হাফিয। বুখারী আবদুল্লাহ ইবন্ মুহাইরিযের সূত্রে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عدم انقطاع الهجرة ما دام العدو يقاتل
عن ابن محيريزعن عبد الله بن السعدى رجل من بنى مالك بن حل انه قدم على النبى صلى الله عليه وسلم فى ناس من أصحابه فقالوا له احفظ رحالنا ثم تدخل وكان أحد القوم فقضى لهم حاجتهم قم قالوا له ادخل فدخل فقال حاجتك قال حاجتى تحدثنى انقضت الهجرة، فقال النبى صلى الله عليه وسلم حاجتك خير من حوائجهم لا تنقطع الهجرة ما قوتلك العدو
tahqiqতাহকীক:তাহকীক চলমান