মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৬৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: যতক্ষণ শত্রুরা যুদ্ধে লিপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ না হওয়া
(১৬৬) মু'আবিয়া ইবন হুদাইজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হিজরত করেছি আবূ বকর (রা) এর খিলাফতের সময়। আমরা তাঁর কাছে সমবেত ছিলাম, এমন সময় তিনি মিম্বরে আরোহণ করেন।
(আহমদ ও হাফিয। সনদ হাসান।)
(আহমদ ও হাফিয। সনদ হাসান।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عدم انقطاع الهجرة ما دام العدو يقاتل
عن معاوية ابن حديج قال هاجرنا على عهد أبى بكر فبينا نحن عنده طلع على المنبر