মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৬১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: যতক্ষণ শত্রুরা যুদ্ধে লিপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ না হওয়া
(১৬১) ইবনস্ সা'দী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যতদিন ইসলামের শত্রুদের যুদ্ধ অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত হিজরত বন্ধ হবে না। এতদশ্রবণে মু'আবিয়া, আবদুর রহমান ইবন 'আউফ ও আবদুল্লাহ ইব্ন আমর ইব্নল 'আস (রা) বলেন, নবী (ﷺ) বলেছেন, হিজরতের দু'টি প্রকার রয়েছে। একটি হচ্ছে অন্যায় কাজ পরিত্যাগ করবে। আর দ্বিতীয়টি হচ্ছে- আল্লাহ্ ও তদীয় রাসূলের (ﷺ) দিকে হিজরত করবে। আর হিজরতের ধারাবাহিকতা ততদিন পর্যন্ত বন্ধ হবে না, যতদিন পর্যন্ত 'তাওবা' কবুল করা হবে। আর যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে, ততদিন পর্যন্ত তাওবা কবুল হতে থাকবে। কিন্তু যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে, তখন মানুষের অন্তরে যা কিছু (ঈমান অথবা কুফরী) থাকবে, তাই (স্থায়ীভাবে) অঙ্কিত হয়ে যাবে। আর মানুষের কর্মই তার জন্য যথেষ্ট।
(হাইছামী। আবূ দাউদ, নাসাঈ আংশিক উদ্ধৃত করেছেন। আহমদ, তাবারানী ও বাযযারও ভিন্ন ধারায় উদ্ধৃত করেছেন।)
(হাইছামী। আবূ দাউদ, নাসাঈ আংশিক উদ্ধৃত করেছেন। আহমদ, তাবারানী ও বাযযারও ভিন্ন ধারায় উদ্ধৃত করেছেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عدم انقطاع الهجرة ما دام العدو يقاتل
عن شريح بن عبيد يرده إلى مالك بن يخامر عن ابن السعدى أن النبى صلى الله عليه وسلم قال لا تنقطع الهجرة ما دام العدو يقاتل فقال معاوية وعبد الرحمن بن عوف وعبد الله بن عمرة بن العاص إن النبى صلى الله عليه وسلم قال ان الهجرة خصلتان أحداهما أن تهجر السيئات والأخرى أن تهاجر الى الله ورسوله ولا تنقطع الهجرة ما تقلبت التوبة ولا تزال التوبة مقبولة حتى تطلع الشمس من المغرب، فاذا طلعت طبع على كل قلب بما فيه وكفى الناس العمل
হাদীসের ব্যাখ্যা:
হাদীছের সারমর্ম এই যে, আল্লাহ তা'আলা সর্বদা তাঁর পাপী বান্দাকে তাওবা ও ইস্তিগফারের তাওফীক দান করে থাকেন এবং তিনি বান্দার তাওবা কবূল করেন ও তার পাপরাশি ক্ষমা করেন।
বান্দার জন্যে আল্লাহর কাছে তাওবা কবূলের এই ধারা অব্যাহত থাকবে, যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া কিয়ামতের সর্বাপেক্ষা বড় আলামত। এ আলামত প্রকাশের পর আর কারও তাওবা কবূল হবে না।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. এ হাদীছ দ্বারাও তাওবার প্রতি উৎসাহ যোগানো হয়েছে।
খ. ক্ষমা করা আল্লাহর গুণ। বান্দার উচিত এ গুণে গুণান্বিত হওয়া।
বান্দার জন্যে আল্লাহর কাছে তাওবা কবূলের এই ধারা অব্যাহত থাকবে, যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া কিয়ামতের সর্বাপেক্ষা বড় আলামত। এ আলামত প্রকাশের পর আর কারও তাওবা কবূল হবে না।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. এ হাদীছ দ্বারাও তাওবার প্রতি উৎসাহ যোগানো হয়েছে।
খ. ক্ষমা করা আল্লাহর গুণ। বান্দার উচিত এ গুণে গুণান্বিত হওয়া।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)