মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৬০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হিজরতের বিধানাবলী সম্পর্কিত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: হিজরতের ফযীলত ও কোন ধরনের হিজরত উত্তম
(১৬০) আবদুল্লাহ্ ইব্‌ন 'আমর ইব্‌নল 'আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) কোন্ ইসলাম উত্তম? রাসূল (ﷺ) বললেন, তোমার হাত ও তোমার জিহ্বা (মুখ) থেকে মুসলিমগণের নিরাপদে থাকা (হচ্ছে উত্তম কর্ম)। আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! কোন্ হিজরত উত্তম? উত্তরে রাসূল (ﷺ) বললেন, তোমার রব যা অপছন্দ করেন, তা পরিত্যাগ করা। আর হিজরত হচ্ছে দুই প্রকার। নগরবাসীর ও মরু (পল্লী) বাসীর হিজরত। মরু (পল্লী) বাসীর হিজরত হলো, যখন তাকে আহ্বান করা হবে, তখন সে সাড়া দিবে; যখন নির্দেশ প্রদান করা হবে, তখন সে তা পালন করবে। পক্ষান্তরে নগরবাসীর হিজরত বেশ কঠিন এবং এর প্রতিদানও সর্বোত্তম।
(তাইয়ালাসী। এই হাদীসের সনদ সহীহ, সামান্য কমবেশী করে এটি আবূ দাউদ, হাকেম ও যাহাবীও উদ্ধৃত করেছেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب أحكام الهجرة

باب ما ورد فى فضلها وأى الهجرة أفضل
عن عبد الله بن عمرو بن العاص قال قام رجل فقال يا رسول الله أى الاسلام أفضل قال أن يسلم المسلمون من لسانك ويدك فقام ذاك وآخر فقال يا رسول الله أى الهجرة أفضل قال أن تهجر ما كره ربك والهجرة هجرتان الحاضر والبادى فهجرة البادى أن يجيب اذا دعى ويطيع اذا أمر والحاضر أعظمها بلية وأفضلها أجرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান