মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৫৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর মদীনায় আগমন, মদীনাবাসী স্ত্রী পুরুষগণ সবাই মিলে তাঁকে অভ্যর্থনা জ্ঞাপন এবং আবু আইয়ুব আল-আনসারীর (রা) গৃহে তাঁর অবস্থান
(১৫৭) আবূ আইয়্যুবের আযাদকৃত গোলাম আফলাহ্ আবূ আইয়্যুব আল-আনসারী (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন তাঁর গৃহে মেহমান হয়ে ওঠেন, তখন নবী (ﷺ) ছিলেন নীচতলায় আর আবূ আইয়্যুব (রা) ছিলেন দোতলায়। (তাঁর বাড়ীটি ছিল দ্বিতলবিশিষ্ট)। একরাতে (হঠাৎ) আবূ আইয়্যুবের খেয়াল হলো, একি (বেয়াদবী) আমরা রাসূলের (ﷺ) মাথার উপর দিয়ে চলাচল করছি! সেই রাতে তিনি পরিজনসহ দোতলার এক পাশে রাত্রিযাপন করলেন। পরদিন সকালে তিনি রাসূলকে (ﷺ) বিষয়টি অবহিত করলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, নীচ তলাই আমার জন্য বেশী সুবিধাজনক। আবূ আইয়্যুব (রা) বললেন, আপনি যে ছাদের নীচে থাকতেন, সেই ছাদের উপরে আমি উঠবো না। অতঃপর আবূ আইয়্যুব (রা) নীচতলায় এবং রাসূল (ﷺ) উপরতলায় অবস্থান করলেন। আবূ আইয়্যুব নবীর (ﷺ) জন্য খাবার তৈয়ার করে (উপরে) পাঠাতেন। খাবারের অবশিষ্টাংশ রাসূলের (ﷺ) কাছ থেকে ফেরত আসার পর তিনি জিজ্ঞেস করে জেনে নিতেন রাসূল (ﷺ) খাবারের কোন পাশ (বা অংশ) তাঁর অঙ্গুলির স্পর্শ পেয়েছে; কারণ তিনি রাসূল (ﷺ)-এর আংগুলের স্পর্শের স্থান থেকে (বরকতের জন্য) খাবার শুরু করতেন। একদিন তাঁর জন্য খাবার তৈরী হলো, তাতে পেঁয়াজ ছিল। রাসূল (ﷺ) সেই খাবার ফেরত পাঠিয়ে দেন। আবূ আইয়্যুব (যথারীতি) খাবার গ্রহণের সময় রাসূলের (ﷺ) অঙ্গুলির স্পর্শের স্থান সম্পর্কে জানতে চাইলেন। তখন তাঁকে বলা হলো, রাসূল (ﷺ) (এই খাবার) খাননি। আবু আইয়্যুব (ﷺ) তৎক্ষণাৎ উপরে উঠে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! ঐটি (পেঁয়াজ) কি হারাম? উত্তরে তিনি বললেন, (না), আমি এটি অপছন্দ করি (অন্য কারণে)। আবূ আইয়্যুব (রা) বললেন, আপনি যা অপছন্দ করেন, আমিও তা অপছন্দ করবো (অথবা যা আপনি অপছন্দ করেছেন)। বস্তুতঃ রাসূলের (ﷺ) কাছে ফেরেশতা ও ওহী নাযিল হতো (আর এটিই ছিল সেই বিশেষ কারণ)।
(মুসলিম ও বায়হাকী)
(মুসলিম ও বায়হাকী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في قدومه صلى الله عليه وسلم الى المدينة وخروج اهلها به واستقبالهم اياه جميعا رجالا ونساء ونزوله بدار أبى أيوب الانصارى
عن افلح مولى أبى أيوب عن أبى ايوب رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم نزل عليه فنزل النبى صلى الله عليه وسلم أسفل وابو ايوب فى العلو فانتبه ابو أيوب ذات ليلة فقال نمشى فوق رأس رسول الله صلى الله عليه وسلم فتحول فباتوا فى جانب، فلما أصبح ذكر ذلك للنبى صلى الله عليه وسلم فقال النبى صلى الله عليه وسلم السَّفل أرفق بى، فقال أبو أيوب لا أعلو سقيفة أنت تحتها فتحول أبو أيوب فى السفل والنبى صلى الله عليه وسلم فى العلو فكان يصنع طعام النبى صلى الله عليه وسلم فيبعث اليه فاذا رد اليه سال عن موضع أصابع النبى صلى الله عليه وسلم فيتبع أثر أصابع النبى صلى الله عليه وسلم فيأكل من حيث أثر أصابعه فصنع ذات يوم طعاما فيه ثوم فأرسل به اليه فسأل عن موضع اثر أصابع النبى صلى الله عليه وسلم فقيل لم يأكل فصعد اليه فقال أحرام هو فقال النبى صلى الله عليه وسلم أكرهه قال فانى أكره ما تكره أو ما ككرهته وكان النبى صلى الله عليه وسلم يؤتى