মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৫৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হিজরতের বিধানাবলী সম্পর্কিত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: হিজরতের ফযীলত ও কোন ধরনের হিজরত উত্তম
(১৫৮) জাবির ইবন আবদুল্লাহ থেকে বর্ণিত, তুফাইল ইবন 'আমর আদ্‌-দাওসী রাসূলুল্লাহর (ﷺ) কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আপনার কি কোন সুরক্ষিত ও শক্তিশালী দুর্গের প্রয়োজন আছে? বর্ণনাকারী বলেন, জাহিলী যুগে দাওস গোত্রের একটি দুর্গ ছিল। (এর দ্বারা সেদিকেই ইশারা করা হয়েছে) কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) সেখানে যেতে অস্বীকার করেন। কারণ, সেই সম্মানটুকু আল্লাহ তা'আলা মদীনার আনসারগণের জন্য সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) যখন হিজরত করে মদীনায় আগমন করেন, তখন তুফাইল ইব্‌ন 'আমরও মদীনায় হিজরত করেন এবং তাঁর সাথে তাঁর স্বগোত্রীয় অপর এক ব্যক্তিও (মদীনায়) হিজরত করেন। কিন্তু মদীনার আবহাওয়া তাঁদের জন্য প্রতিকূল হওয়ায় সেই লোকটি পেটের পীড়ায় আক্রান্ত হন এবং তা তীব্র আকার ধারণ করে। (অসুখের যন্ত্রণার তীব্রতায় অতিষ্ঠ হয়ে) তিনি তীরের ফলার অগ্রভাগের সাহায্যে তাঁর হাতের অঙ্গুলীর উপরিভাগের গিরা কেটে দেন। ফলে প্রচুর রক্তপাত হয়ে শেষ পর্যন্ত তিনি মারা যান। তুফাইল ইবন্ 'আমর (তাঁর মৃত্যুর পর) তাকে স্বপ্নে দেখতে পান খুবই ভাল অবস্থায়। কিন্তু তাঁর হাত ছিল আবৃত। তুফাইল স্বপ্নে তাঁকে জিজ্ঞেস করেন, তোমার রব তোমার সাথে কিরূপ আচরণ করলেন? (অর্থাৎ তুমি কী অবস্থায় আছ?) উত্তরে বললেন, আল্লাহ্ তা'আলা শুধু নবীর (ﷺ) সাথে হিজরতের কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন। তুফাইল বললেন, তোমার হাত আচ্ছাদিত কেন? উত্তরে তিনি জানালেন, আমাকে বলা হয়েছে, যা আমি নিজে নষ্ট করে দিয়েছি, সেটি আর সঠিক করা হবে না। তুফাইল তাঁর এই স্বপ্নের বৃত্তান্ত রাসূলুল্লাহকে (ﷺ), অবহিত করলেন। রাসূল (ﷺ) সেই সাহাবীর (রা) জন্য দোয়া করলেন এই বলেঃ
اَللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ
“হে আল্লাহ্ তার হাত দু'টোকেও ক্ষমা করে দিন।”
(আহমদ। হাদীসের সনদ সহীহ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب أحكام الهجرة

باب ما ورد فى فضلها وأى الهجرة أفضل
عن أبى الزبير عن جابر بن عبد الله أن الطفيل بن عمرو الدوسى أتى النبى صلى الله عليه وسلم فقال يا رسول الله هل لك فى حصن حصينة ومنعة قال فقال حصن كان لدوس فى الجاهلية فابى ذلك رسول الله صلى الله عليه وسلم للذى ذخر الله عز وجل للانصار فلما هاجر النبى صلى الله عليه وسلم إلى المدينة هاجر اليه الطفيل بن عمرو وهاجر معه رجل من قومه فاجئووا المدينة فمرض فجزع فأخذ مشاقص له فقطع بها براجمه فشخبت يداه حتى مات فرآه الطفيل بن عمرو فى منامه فرآه فى هيئة حسنة ورآه مغطيا يده فقال له ما صنع بك ربك قال غفر لي بهجرتى الى نبيه صلى الله عليه وسلم قال فما لى أراك مغطيا يدك قال قال لى لن نصلح منك ما أفسدت قال فقصها الطفيل على رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم اللهم وليديه فاغفر
tahqiqতাহকীক:তাহকীক চলমান