মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৫৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর মদীনায় আগমন, মদীনাবাসী স্ত্রী পুরুষগণ সবাই মিলে তাঁকে অভ্যর্থনা জ্ঞাপন এবং আবু আইয়ুব আল-আনসারীর (রা) গৃহে তাঁর অবস্থান
(১৫৬) জুবাইর ইবন নুফাইর (রহ.) আবূ আইয়্যুব আল-আনসারী (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন আল্লাহর রাসূল (ﷺ) মদীনায় আগমন করেন, তখন আনসারগণ লটারীর ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) কার বাড়ীতে মেহমান হবেন। লটারীতে আবূ আইয়্যুব বিজয়ী হলেন; রাসূল (ﷺ) তার বাড়ীতেই অবস্থান করলেন। রাসূলুল্লাহর কাছে হাদিয়া স্বরূপ খাবার আসতো, তিনি তা থেকে আবূ আইয়্যুবকে হাদিয়া দিতেন। একদিন আবু আইয়্যুব (রা) গৃহে প্রবেশ করে দেখতে পান যে, একটি খাবারের পাত্রে পেঁয়াজ রয়েছে (এবং রাসূল তা গ্রহণ করেন নি), তিনি জিজ্ঞেস করলেন ব্যাপার কী? তারা (পরিবারের লোকজন) বললো, রাসূলুল্লাহ্ (ﷺ) এটি ফেরত পাঠিয়ে দিয়েছেন। আবূ আইয়্যুব (রা) তখন রাসূলের (ﷺ) কাছে হাজির হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্, ঐ পাত্রের খাবার গ্রহণে আপনি কেন বিরত থাকলেন। রাসূল (ﷺ) উত্তর দিলেন, আমি তাতে পেঁয়াজ দেখলাম, তাই। আনসারী বললেন, পেঁয়াজ কি তাহলে আমাদের জন্য হালাল নয়? রাসূল (ﷺ) বললেন, হাঁ হালাল। তোমরা খাও। কিন্তু আমার (আমার পক্ষে একটু অসুবিধা) এমন জনের সাথে কথা-বার্তা বলতে হয় (যাঁরা এই গন্ধ পছন্দ করেন না), যা তোমাদের করতে হয় না। হাইওয়াহ বলেন- إِنَّهُ يَغْشَانِي مَا لَا يَغْشَاكُمْ (শাব্দিক সামান্য পার্থক্য থাকলেও অর্থ একই অর্থাৎ ফেরেশতা ইত্যাদি।)
(আহমদ)
(আহমদ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في قدومه صلى الله عليه وسلم الى المدينة وخروج اهلها به واستقبالهم اياه جميعا رجالا ونساء ونزوله بدار أبى أيوب الانصارى
عن جبير بن نفيرعن أبى أيوب الانصارى قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة اقترعت الأنصار ايهم يأوى رسول الله صلى الله عليه وسلم فقرعهم أبو أيوب فآوى رسول الله صلى الله عليه وسلم فكان اذا اهدى إلى رسول الله صلى الله عليه وسلم طعام اهدى لأبى ايوب قال فدخل ابو ايوب يوما فاذا قصعة فيها بصل فقال ما هذا؟ فقالوا ارسل بها رسول الله صلى الله عليه وسلم قال فاطلع ابو ايوب الى النبى صلى الله عليه وسلم فقال يا رسول الله ما منعك من هذه القصعة قال رأيت فيها بصلا، قال ولا يحل لنا البصل؟ قال بلى فكلوه ولكن يغشانى مالا يغشاكم وقال حيوة إنه يغشانى ما يغشاكم