মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৫৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর মদীনায় আগমন, মদীনাবাসী স্ত্রী পুরুষগণ সবাই মিলে তাঁকে অভ্যর্থনা জ্ঞাপন এবং আবু আইয়ুব আল-আনসারীর (রা) গৃহে তাঁর অবস্থান
(১৫৫) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, আমি বালকদের সাথে দৌড়াচ্ছিলাম। তারা বলছিল, মুহাম্মদ এসে গেছেন। আমি দৌড়াচ্ছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। আবারও তারা বলছিল, মুহাম্মদ এসে গেছেন, আমি (তাঁকে দেখার জন্য) আবারও দৌড়ালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। (অবশেষে) আল্লাহর রাসূল (ﷺ) তাঁর সাথী আবু বকরকে (রা) সাথে নিয়ে উপস্থিত হলেন। আমরা সে সময় মদীনার কোন এক কৃষ্ণ ও প্রস্তরময় স্থানে ছিলাম (তাঁদের প্রতীক্ষায়)। তখন মদীনাবাসী জনৈক ব্যক্তিকে ডেকে আনাসারগণকে তাঁদের আগমনবার্তা জানাতে বলেন। অতঃপর পাঁচশ আনসারের একটি বড় দল তাঁদেরকে স্বাগত জানাতে তাঁদের কাছে এগিয়ে গেল। আনসারীগণ বললেন, এখানে (কুবায়) অবস্থান করুন পূর্ণ শান্তি ও নিরাপত্তার মধ্যে, আপনাদের নির্দেশাবলী পালিত হবে। অতঃপর রাসূল (ﷺ) ও তাঁর সাথী (তাদের) সম্মুখে অগ্রসর হতে থাকেন (দর্শনার্থীদের সুবিধার্থে)। মদীনাবাসীগণ রাস্তায় বের হয়ে আসেন। এমনকি যুবতী মেয়েরাও ঘরের ছাদের উপর উঠে তাঁকে দেখার চেষ্টা করতে থাকে, তারা বলতে থাকে, তিনি (মুহাম্মদ) কোনজন? রাবী বলেন, ঐ দিনের ন্যায় আমি এমন কোন দৃশ্য আর কখনও দেখিনি। আনাস (রা) বলেন, আমি রাসূলকে দেখেছি যেদিন তিনি আমাদের মাঝে আগমন করলেন, আবার যেদিন তিনি ইন্তিকাল করেন সে দিনটিও দেখেছি; এই দু'টি বিশেষ দিনের সাথে তুল্য আর কোন দিন আমি দেখিনি।
(বায়হাকী ও মালিক)
(বায়হাকী ও মালিক)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في قدومه صلى الله عليه وسلم الى المدينة وخروج اهلها به واستقبالهم اياه جميعا رجالا ونساء ونزوله بدار أبى أيوب الانصارى
عن ثابت عن أنس بن مالك قال انى لاسعى فى الغلمان يقولون جاء محمد فأسعى فلا أرى شيئًا ثم يقولون جاء محمد فأسعى فلا أرى شيئًا قال حتى جاء رسول الله صلى الله عليه وسلم وصاحبه أبو بكر فى بعض حرار المدينة ثم بعثنا رجل من أهل المدينة ليؤذن بهما الانصار فاستقبلهما زهاء خمسمائة من الأنصار حتى انتهو اليهما فقالت الأنصار انطلقا آمنين مطاعين، فاقبل رسول الله صلى الله عليه وسلم وصاحبه بين اظهرهم فخرج أهل المدينة حتى ان العواتق لفوق البيوت يتراءينه يقلن ايهم هو ايهم هو؟ قال فما رأينا منظرا مشبها به يومئذ فان أنس ولقد رأيته يوم دخل علينا ويوم قبض فلم أر يومين مشبها بهما