মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৪৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: সুরাকা ইব্‌ন মালিকের সাথে রাসূল (ﷺ) ও আবু বকরের ঘটনা এবং মদীনায় যাওয়ার পথে তাঁদের সাথে তার কথোপকথন
(১৪৯) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আবু বকর (রা) কে সহযাত্রী বানিযে মদীনা অভিমুখে অগ্রসর হতে থাকেন। আবু বকর ছিলেন বয়স্ক (বৃদ্ধ) তাঁকে চেনা যেত। (অর্থাৎ তিনি বয়সের কারণে এবং ব্যবসায়িক সফরের কারণে অনেকের কাছে পরিচিত ছিলেন)। কিন্তু আল্লাহর নবী (ﷺ) ছিলেন (তুলনামূলকভাবে) যুবক, সে কারণে তাঁকে কেউ চিনতো না। লোকজন সাক্ষাতের জন্য এসে জিজ্ঞেস করেন, হে আবু বকর, আপনার সম্মুখে ইনি কে? আবু বকর বলেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাকে সঠিক রাস্তার সন্ধান দেন। তখন কেউ কেউ মনে করে নিত যে, তিনি বোধ হয় রাহবর (পথপ্রদর্শক)। অবশ্য তিনি এর অর্থ ধরেছেন কল্যাণের রাস্তা (জীবন বিধান)। এমন সময় আবূ বকর (রা) তাকিয়ে দেখতে পান একজন ঘোড়সওয়ার তাদের কাছে চলে এসেছে। তিনি বললেন, ইয়া নাবীআল্লাহ্, এই ঘোড়সওয়ার আমাদের কাছে চলে এসেছে (তার উদ্দেশ্য ভাল মনে হচ্ছে না)। তখন নবী (ﷺ) সেদিকে তাকিয়ে দেখলেন এবং দোয়া করলেন, ইয়া আল্লাহ্ আপনি একে আটকিয়ে দেন। অতঃপর তার ঘোড়া আটকে গেল এবং সে পড়ে গেল। এরপর ঘোড়া উঠে দাঁড়াল এবং শব্দ করলো। ঘোড়সওয়ার লোকটি তখন বললো, হে আল্লাহর নবী, আপনি আমাকে যা খুশী হুকুম করুন। রাসূল (ﷺ) বললেন, তুমি তোমার এই স্থানে অপেক্ষা করবে এবং অন্য কাউকেই (শত্রুদের) আমার পিছু নেওয়ার সুযোগ দিবে না, (তাদেরকে অবশ্যই প্রতিহত করে ঠেকিয়ে রাখবে)। (আল্লাহর কী কুদরত) সেই লোকটি দিবসের প্রথম দিকে ছিল নবীর (ﷺ) হত্যাকারী, আর দিবসের শেষভাগে হয়ে গেল রাসূলের (ﷺ) রক্ষক বা প্রহরী। অতঃপর আল্লাহ্ নবী (ﷺ) হাররার দিকে অবতরণ করেন এবং তিনি আনসারীদেরকে খবর পাঠান। তাঁরা খবর পেয়ে নবীর (ﷺ) কাছে এসে উভয়কে সালাম জানালেন এবং শান্তি ও নিরাপত্তার আশ্বাস প্রদান করলেন।
(বুখারী ও অন্যান্য)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب قصتهما مع سراقه بن مالك وما جرى لهما فى الطريق
عن أنس بن مالك قال اقبل نبى الله صلى الله عليه وسلم إلى المدينة وهو مردف ابا بكر وأبو بكر شيخ يعرف ونبى الله صلى الله عليه وسلم شاب لا يعرف قال فيلقى الرجل ابا بكر فيقول يا أبا بكر من هذا الرجل الذى بين يديك؟ فيقول هذا الرجل يهدينى الى السبيل فيحسب الحاسب انه انما يهديه الى الطريق وانما يعنى سبيل الخير فالتفت ابو بكر رضي الله عنه فاذا هو بفارس قد لحقهم فقال يا نبى الله هذا فارس قد لحق بنا قال فالتفت نبى الله صلى الله عليه وسلم فقال اللهم اصرعه: فصرعته فرسه ثم قامت تحمحم قال ثم قال يا نبى الله مرنى بما شئت قال قف مكانك لا تتركن احدا يلحق بنا قال فكان أول النهار جاهدا على نبى الله وكان آخر النهار مسلحة له قال فنزل نبى الله جانب الحرة ثم بعث الى الانصار فجاؤا نبى الله صلى الله عليه وسلم فسلموا عليهما وقالوا ركبا آمنين مطمئنين
tahqiqতাহকীক:তাহকীক চলমান