মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৫০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: হিজরতের পথপ্রদর্শক সা'দ এর হাদীস, আসলাম গোত্রীয় দুই চোরের ইসলাম গ্রহণ এবং কুবায় বনু আমর ইবন 'আউফের বাড়ীতে রাসূলের (ﷺ) মেহমান হওয়া
(১৫০) ফাইদ (যিনি আবাদিল এর আযাদকৃত গোলাম) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইব্রাহীম ইবন আবদুর রহমান ইবন আবদুল্লাহ ইবন রবী'য়া-এর সাথে বের হলাম। ইব্রাহীম (পথিমধ্যে) ইবন সা'দকে ডেকে পাঠালেন। আমরা যখন 'আরজ নামক স্থানে পৌছালাম তখন ইবন সা'দ ও সা'দ আমাদের কাছে এসে পৌঁছালেন, যিনি রাসূলুল্লাহকে (ﷺ) রাকুবার পথ চিনিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই ইব্রাহীম বললেন, তোমার পিতা যে হাদীস তোমাকে বর্ণনা করে শুনিয়েছেন, তা তুমি আমাদের শোনাও। ইব্ন সা'দ বললেন, আমার পিতা বলেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকরকে সাথে নিয়ে আমাদের কাছে আসলেন। আবু বকরের (রা) একটি পালক কন্যা (তাঁর স্ত্রীর দুধ পান করেছিল) আমাদের কছে ছিল। যাহোক, আল্লাহর রাসূল (ﷺ) চাচ্ছিলেন মদীনার রাস্তায় সফর সংক্ষিপ্ত করতে। তখন সা'দ তাঁকে বললেন, এই তো গাইর নামক পাহাড় (মদীনায় অবস্থিত) দেখা যাচ্ছে। সেখানে আসলাম গোত্রের দু'জন ডাকু থাকে যাদেরকে 'মুহানান' (ধিকৃত বা নিন্দিত) বলা হয়ে থাকে। আপনি চাইলে আমরা তাদের পাকড়াও করতে পারি। রাসূল (ﷺ) বললেন, আমাদেরেকে তাদের কাছে নিয়ে চলো। সাদ বলেন, তখন আমরা সেদিকে রওয়ানা করলাম। ঐ দুই ডাকুর একজন আমাদেরকে খুব সম্মান করলো। সে তার অপর সঙ্গী ডাকুকে বললো, ইনি হচ্ছেন আল-ইয়ামনী। তখন রাসূল (ﷺ) এদেরকে কাছে ডাকলেন এবং তাদের কাছে ইসলামের দা'ওয়াত দিলেন; তারা ইসলাম গ্রহণ করলো। রাসূল (ﷺ) তাদের নাম জিজ্ঞেস করলেন। তারা বললো আমরা 'মুহানান' (ধিকৃত/নিন্দিত)। রাসূল (ﷺ) বললেন, না; বরং তোমরা 'মুকরামান' (সম্মানিত/নন্দিত)। রাসূল (ﷺ) তাদেরকে মদীনায় আসারও নির্দেশ দিলেন। এরপর আমরা পুনরায় রওয়ানা হলাম এবং কুবার উপকণ্ঠে উপনীত হলাম। বনূ আমর ইবন 'আউফের লোকজন তাঁর সাথে সাক্ষাত করলো। রাসূল (ﷺ) বললেন আবু উমামা আস'আদ ইব্ন যুরারাহ কোথায়? সা'দ ইব্ন বাহমাহ বললেন, সে আগেই চলে গেছে, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ); এ বিষয়ে আমি তাঁকে সংবাদ দেব না কি? এরপর রাসূল (ﷺ) আরও অগ্রসর হয়ে খেজুর বাগানের কাছে পৌঁছালেন। খেজুর বৃক্ষের গোড়ার পাশে পানিভর্তি চৌবাচ্চা। এবার রাসূল (ﷺ) আবু বকরের দিকে তাকিয়ে বললেন, হে আবু বকর এই সেই স্থান যা আমাকে দেখানো হয়েছিল, যেখানে আমি অবতরণ করবো সেখানে বনু মুদলিজ গোত্রের চৌবাচ্চাসমূহের ন্যায় চৌবাচ্চা থাকবে।
(আহমদ ও ইবন কাছীর)
(আহমদ ও ইবন কাছীর)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب حديث سعد الدليل فى طريق الهجرة واسلام اللصين من اسلم ونزوله صلى الله عليه وسلم بقباء على بنى عمرو بن عوف
عن فائد مولى عبادل قال خرجت مع ابراهيم بن عبد الرحمن بن عبد الله بن أبى ربيعة فأرسل ابراهيم بن عبد الرحمن الى ابن سعد حتى اذا كنا بالعرج اتانا ابن سعد وسعد: الذى دل رسول الله صلى الله عليه وسلم على طريق ركوبة فقال إبراهيم أخبرني ما حدثك أبوك؟ قال ابن سعد حدثي أبى أن رسول الله صلى الله عليه وسلم أتاهم ومعه أبو بكر وكان لأبى بكر عندنا بنت مسترضعة وكان رسول الله صلى الله عليه وسلم أراد الاختصار فى الطريق الى المدينة فقال له سعد الغائر من ركوبه وبه لصان من أسلم يقال لهما المهانان فإن شئت أخذنا عليهما، فقال رسول الله صلى الله عليه وسلم خذ بنا عليهما، قال سهل فخرجنا حتى أشرفنا اذا أحدهما يقول لصاحبه هذا اليمانى فدعاهما رسول الله صلى الله عليه وسلم فعرض عليهما الاسلام فاسلما ثم سألهما عن أسمائهما فقالا نحن المهانان فقال بل انتما المكرمان وأمرهما أن يقدما عليه المدينة فخرجنا حتى أتينا ظاهر قباء فتلقاه بنو عمرو بن عوف فقال النبى صلى الله عليه وسلم اين أبو امامة أسعد بن زرارة فقال سعد بن خثمة أنه أصاب قبلى يا رسول الله أفلا أخبره ذلك؟ ثم مضى حتى اذا طلع على النخل فاذا الشرب مملوء، فالتفت النبي صلى الله عليه وسلم الي أبي بكر رضي الله عنه فقال يا أبا بكر هذا المنزل رأيتني أنزل علي حياض کحياض بني مدلج