মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৪৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: কুরাইশ গোত্রীয় কাফির সম্প্রদায় কর্তৃক রাসূল (ﷺ) কে হত্যার ষড়যন্ত্র এবং আল্লাহ্ জাল্লা শানুহু কর্তৃক হিজরতের নির্দেশ
(১৪৩) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কায় অবস্থান করছিলেন। এরপর (নির্ধারিত সময়ে) তাঁকে হিজরত করার নির্দেশ প্রদান করা হয় এবং তাঁর উপর এই আয়াত নযিল হয়,
وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْ خَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا .
"এবং আপনি বলুন, হে আমার রব আমাকে প্রবেশ করান কল্যাণের সাথে এবং আমাকে বের করেন কল্যাণের সাথে এবং আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি।" (বনী ইসরাইল: ৮০)
(এই হাদীসের ব্যাখ্যা, সনদ ও তাখরীজ ১৮শ খণ্ডের ২৩১ নং হাদীসে উল্লেখ করা হয়েছে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب تآمر كفار قريش على قتل النبى صلى الله عليه وسلم وأمر الله عز وجل له بالهجرة
عن ابن عباس كان رسول الله صلى الله عليه وسلم بمكة ثم أمر "بالهجرة" وأنزل عليه {وقل رب أدخلنى مدخل صدق وأخرجنى مخرج صدق واجعل لى من لدنك سلطانا نصيرًا}
tahqiqতাহকীক:তাহকীক চলমান