মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৪১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: কুরাইশ গোত্রীয় কাফির সম্প্রদায় কর্তৃক রাসূল (ﷺ) কে হত্যার ষড়যন্ত্র এবং আল্লাহ্ জাল্লা শানুহু কর্তৃক হিজরতের নির্দেশ
(১৪১) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি আল্লাহর বাণী : وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ ("অর্থাৎ যখন কাফিররা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করছিল...)" সম্পর্কে বলেন, এক রাত্রে কুরাইশরা মক্কায় বসে ষড়যন্ত্র করলো। তাদের কেউ বললো, সকাল হলে পর তাকে অর্থাৎ নবী (ﷺ) কে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলবে। কেউ কেউ বললো, বরং তাকে হত্যা করে ফেলবে। আবার কেউ কেউ বললো, তাকে বহিষ্কার করে দিবে। আল্লাহ্ জাল্লা শানুহু তাঁর নবীকে (ﷺ) তাদের এই ষড়যন্ত্রের বিষয়ে অবহিত করে সতর্ক করেছেন। সেমতে সেই রাত্রে আল্লাহর নবীর (ﷺ) বিছানায় আলী (রা) শয়ন করেন এবং নবী (ﷺ) বের হয়ে গিয়ে পর্বতগুহায় পৌছান। মুশরিকরা সারা রাত আলীকে (রা) পাহারা দিয়ে রাখে এই ভেবে যে, ইনিই নবী (মুহাম্মদ (ﷺ))। কিন্তু সকাল বেলায় তারা যখন তাঁর দিকে ঝাঁপিয়ে পড়লো, তখন দেখতে পেল তিনি আলী (রা)। এইভাবে আল্লাহ্ তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। তখন তারা বললো, তোমার সঙ্গী কোথায়? আলী (রা) বললেন, জানি না। তারা (কালবিলম্ব না করে) তাঁর পদচিহ্ন অনুসরণ করে খোঁজাখুজি করতে লাগলো। পর্বতের কাছে পৌঁছে বিভ্রান্ত হলো (অর্থাৎ পদচিহ্ন হারিয়ে ফেললো)। (তারপরও) তারা পর্বতে আরোহণ করলো। সেই গুহার পাশ দিয়ে অতিক্রম করার সময় তারা লক্ষ্য করলো গুহার প্রবেশমুখে মাকড়সার জাল। (এই দেখে) তারা বললো, (মুহাম্মদ) যদি এখানে প্রবেশ করতো, তাহলে এর প্রবেশদ্বারে মাকড়সার জাল থাকতো না। অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) সেখানে তিন রাত অবস্থান করেন।
(এই হাদীসের বরাত "কিতাবুল খিলাফাহ ওয়াল ইমারাহ" অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। দ্র.)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب تآمر كفار قريش على قتل النبى صلى الله عليه وسلم وأمر الله عز وجل له بالهجرة
عن ابن عباس فى قوله تعالى {وإذ يمكر بك الذين كفروا ليثبتوك} قال تشاورت قريش ليلة بمكة فقال بعضهم إذا أصبح فأثبتوه بالوثاق يريدون النبى صلى الله عليه وسلم، وقال بعضهم بل اقتلوه، وقال بعضهم بل أخرجوه فأطلع الله عز وجل نبيه على ذلك فبات على على فراش النبى صلى الله عليه وسلم تلك الليلة، وخرج النبى صلى الله عليه وسلم حتى لحق بالغار، وبات المشركون يحرسون عليا يحسبونه النبى صلى الله عليه وسلم فلما أصبحوا ثاروا اليه فلما رأوه عليا رد الله مكرهم، فقالوا اين صاحبك هذا؟ قال لا أدرى، فاقتصوا أثره، فلما بلغوا الجبل خلط عليهم، فصعدوا فى الجبل فمروا بالغار فرأوا على بابه نسج العنكبوت، فقالوا لو دخل ها هنا لم يكن نسج العنكبوت على بابه فمكث فيه ثلاث ليال
tahqiqতাহকীক:তাহকীক চলমান