মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৪০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
রাসূলুল্লাহ্ (ﷺ) ও তাঁর সাহাবীগণ কর্তৃক মক্কা থেকে মদীনায় হিজরত
পরিচ্ছেদ: আল্লাহর রাসূল (ﷺ) কর্তৃক তাঁর সাহাবীগণকে মক্কা থেকে মদীনায় হিজরতের অনুমতি প্রদান
পরিচ্ছেদ: আল্লাহর রাসূল (ﷺ) কর্তৃক তাঁর সাহাবীগণকে মক্কা থেকে মদীনায় হিজরতের অনুমতি প্রদান
(১৪০) আবূ ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা ইব্ন আযিবকে বলতে শুনেছি, রাসূলুল্লাহর (ﷺ) সাহাবীগণের মধ্যে সর্বপ্রথম যাঁরা আমাদের কাছে (মদীনায়) আগমন করেন, তাঁরা হলেন মুস'আব ইবন 'উমাইর ও ইবন্ উম্মি মাকতূম। তাঁরা এসেই মানুষকে পবিত্র কুরআন শিক্ষা দিতে শুরু করেন। এরপর (একে একে) আগমন করেন- 'আম্মার, বিলাল ও সা'দ। এরপর আসেন 'উমর ইবনল খাত্তাব (রা) বিশজনের দল নিয়ে। এরপর আগমন করেন রাসূলুল্লাহ্ (ﷺ)। তাঁর আগমনে মদীনাবাসীগণ যেরূপ খুশী হয়েছিল, আমি তাদেরকে ঐরূপ খুশী হতে আর কখনও দেখিনি। (খুশীর আতিশয্যে) এমনকি ছোট ছোট বাচ্চা-শিশুরা পর্যন্ত বলতে লাগলো, এই যে (আমাদের মাঝে) আল্লাহর রাসূল (ﷺ) এসে গেছেন। তিনি আসার সময়ই আমি দীর্ঘ সূরার অন্যতম সাব্বিহিস্স্না রাব্বিকাল আ'লা سَبْحٍ اسْمَ رَبِّكَ الْأَعْلَى পাঠ করে ফেলেছি।
(এই হাদীসটি বুখারী সুদীর্ঘ আকারে একাধিক স্থানে উদ্ধৃত করেছেন। তাছাড়া মুসলিম আবূ কুরাইব থেকে বর্ণনা করেছেন।)
(এই হাদীসটি বুখারী সুদীর্ঘ আকারে একাধিক স্থানে উদ্ধৃত করেছেন। তাছাড়া মুসলিম আবূ কুরাইব থেকে বর্ণনা করেছেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب هجرة النبى صلى الله عليه وسلم وأصحابه من مكة الى المدينة
باب اذنه صلى الله عليه وسلم لاصحابه بالهجرة من مكة الى المدينة
باب اذنه صلى الله عليه وسلم لاصحابه بالهجرة من مكة الى المدينة
عن أبى اسحاق قال سمعت البراء بن عازب يقول أول من قدم علينا من أصحاب رسول الله صلى الله عليه وسلم مصعب بن عمير وابن أم مكتوم قال فجعلا يقرآن الناس القرآن، ثم جاء عمار وبلال وسعد، قال ثم جاء عمر بن الخطاب فى عشرين، ثم جاء رسول الله صلى الله عليه وسلم فما رأيت أهل المدينة فرحوا بشيء قط فرحهم به حتى رأيت الولائد والصبيان يقولون هذا رسول الله قد جاء، قال فما قدم حتى قرأت {سبح اسم ربك الأعلى} فى سور من المفصل