মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৩৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : আনসারীগণের মধ্য থেকে বারজন লোকের মদীনা থেকে আগমন এবং 'আকাবার প্রথম বাই'য়াত
(১৩৫) 'উবাদা ইবনস্ সামিত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আক্বাবার প্রথম বাইয়াতে যাঁরা উপস্থিত ছিলেন আমি ছিলাম তাঁদের অন্যতম। আমরা সংখ্যায় ছিলাম বারজন পুরুষ। নারীদের বাইআতে যে ধারাসমূহ বর্ণিত হয়েছে আমরা তার উপর বাই'আত সম্পন্ন করি, আর এটি ছিল যুদ্ধ (জিহাদ) ফরয হওয়ার পূর্বের ঘটনা। আমরা রাসূলের (ﷺ) সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম যে, আল্লাহর সাথে শরীক করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, আমাদের সন্তানদের হত্যা করবো না, কারো বিরুদ্ধে হাত ও পায়ের মাধ্যমে (প্রকাশ্য বা অপ্রকাশ্য) মিথ্যা অপবাদ রটাবো না এবং ন্যায়সঙ্গত ব্যাপারে রাসূলুল্লাহর (ﷺ) অবাধ্যতা বা বিরুদ্ধাচরণ করবো না। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, এসব অঙ্গীকার পূরণ করলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। আর এর কোন একটি ভঙ্গ করলে তোমাদের পরিণতি আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। ইচ্ছে করলে তিনি শান্তি দেবেন, ইচ্ছে করলে মাফ করে দেবেন।
দ্বিতীয় একটি ধারায় বর্ণিত হয়েছে উবাদা ইবনল ওয়ালীদ ইবন উবাদা ইবন্ সামিত থেকে, তিনি তার পিতা আল-ওয়ালীদ থেকে, তিনি তাঁর দাদা উবাদা ইবনস সামিত থেকে যিনি ছিলেন সম্প্রদায়ের একজন নকীব বা সর্দার। তিনি বলেন, আমরা রাসূলের (ﷺ) সাথে যুদ্ধের ব্যাপারে বাইআত (অঙ্গীকার) করলাম। 'উবাদাহ ছিলেন সেই বারজনের অন্যতম যাঁরা প্রথম আক্বাবার বাইয়াতে অংশগ্রহণ করেছিলেন তাতে নারীদের বাইয়াতের অনুরূপ বিষয়বস্তুর উপর বায়'আত গ্রহণ করা হয়েছিল। তিনি বলেন, আমরা অংগীকার করেছিলাম যে, শোকে দুঃখে আনন্দ-বেদনায়, খারাপ-ভাল সর্বাবস্থায় তাঁর আনুগত্য করব। কোন বিষয়ে তার প্রকৃত হকদারের সাথে বিবাদে লিপ্ত হব না। ন্যায় ও সত্য যেখানেই থাকবে আমরা তার সমর্থন করব। আর আল্লাহর রাস্তায় আমরা কোন তিরস্কারকারীর তিরস্কারকে ভয় (গ্রাহ্য) করবো না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
দ্বিতীয় একটি ধারায় বর্ণিত হয়েছে উবাদা ইবনল ওয়ালীদ ইবন উবাদা ইবন্ সামিত থেকে, তিনি তার পিতা আল-ওয়ালীদ থেকে, তিনি তাঁর দাদা উবাদা ইবনস সামিত থেকে যিনি ছিলেন সম্প্রদায়ের একজন নকীব বা সর্দার। তিনি বলেন, আমরা রাসূলের (ﷺ) সাথে যুদ্ধের ব্যাপারে বাইআত (অঙ্গীকার) করলাম। 'উবাদাহ ছিলেন সেই বারজনের অন্যতম যাঁরা প্রথম আক্বাবার বাইয়াতে অংশগ্রহণ করেছিলেন তাতে নারীদের বাইয়াতের অনুরূপ বিষয়বস্তুর উপর বায়'আত গ্রহণ করা হয়েছিল। তিনি বলেন, আমরা অংগীকার করেছিলাম যে, শোকে দুঃখে আনন্দ-বেদনায়, খারাপ-ভাল সর্বাবস্থায় তাঁর আনুগত্য করব। কোন বিষয়ে তার প্রকৃত হকদারের সাথে বিবাদে লিপ্ত হব না। ন্যায় ও সত্য যেখানেই থাকবে আমরা তার সমর্থন করব। আর আল্লাহর রাস্তায় আমরা কোন তিরস্কারকারীর তিরস্কারকে ভয় (গ্রাহ্য) করবো না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب قدوم اثنى عشر رجلا من الأنصار الى المدينة وبيعة العقبة الأولى
عن عبادة بن الصامت قال كنت فيمن حضر العقبة الأولى وكنا اثني عشر رجلا فبايعنا رسول الله صلى الله عليه وسلم على بيعة النساء وذلك قبل أن يفترض الحرب على أن لا نشرك بالله شيئا ولا نسرق ولا نزنى ولا نقتل أولادنا ولا نأتى ببهتان نفتريه بين أيدينا وأرجلنا ولا نعصيه فى معروف فان وفيتم فلكم الجنة، وإن غشيتم من ذلك شيئا فأمركم الى الله ان شاء عذبكم وان شاء غفر لكم (ومن طري ثان) عن عبادة بن الوليد بن عبادة ابن الصامت عن أبيه الوليد عن جده عبادة بن الصامت وكان أحد النقباء قال بايعنا رسول الله صلى الله عليه وسلم بيعة الحرب وكان عبادة من الاثنى عشر الذين بايعوا فى العقبة الأولى على بيعة النساء فى السمع والطاعة فى عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا ولا ينازع فى الأمر أهله وأن نقول بالحق حيثما كان لا نخاف فى الله لومة لائم