মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৩৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বনূ আশহাল গোত্রীয় লোকজন মক্কার কুরাইশদের সাথে মৈত্রীচুক্তির মাধ্যমে খাযরাজ গোত্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে মক্কায় আগমন করলে পর রাসূল (ﷺ) কর্তৃক তাদের কাছে স্বীয় অবস্থান তুলে ধরা, ইয়াস ইবন্ মু'আযের চারিত্রিক দৃঢ়তা ও বু'আস যুদ্ধ প্রসংগ
(১৩৪) জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (হজ্জ মওসুমে আরাফাতে) শিবিরসমূহে গিয়ে (আগত) মানুষের কাছে স্বীয় অবস্থা ও অবস্থান (নবী হিসেবে) তুলে ধরতেন। তিনি বলতেন, এমন কেউ কি আছেন, যিনি আমাকে তার গোত্রে নিয়ে যাবেন; কেননা, কুরাইশরা আমার রব্ব আল্লাহ্ শানুহুর বাণী প্রচার করতে বাধা দিচ্ছে। রাসূলের (ﷺ) আহ্বানে সাড়া দিয়ে হামাদান গোত্রীয় জনৈক লোক এগিয়ে এলেন। রাসূল (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি কোন গোত্রীয়? তিনি বললেন, হামাদানের। রাসূল (ﷺ) বললেন, আপনার গোত্রে এমন নিরাপত্তা বিধানকারী হিতৈষী আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে। কিন্তু পরক্ষণে তিনি এই ভেবে শঙ্কিত হয়ে পড়লেন যে, পাছে তার গোত্র তাকে তিরস্কার করে। (তাই তিনি তাৎক্ষণিকভাবে রাসূলকে (ﷺ) সাথে নিতে সম্মত হতে পারলেন না)। যাহোক, তিনি রাসূলুল্লাহকে (ﷺ) (এই বলে আশ্বস্ত করলেন) বললেন, আমি তাদের কাছে ফিরে গিয়ে আপনার সংবাদ জানাবো, এরপর আগামী বছর পুনরায় আপনার কাছে আসবো। রাসূল (ﷺ) বললেন, ঠিক আছে। লোকটি চলে গেলেন এবং রজব মাসে আনসারীদের একটি প্রতিনিধিদল আগমন করলো।
(মালিক, তিরমিযী, আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عرضه صلى الله عليه وسلم الاسلام على فتية بنى الأشهل حينما جاءوا يلتمسون الحلف من قريش على قومهم من الخزرج ومنقبة لإياس بن معاذ وذكر وقعه بعاث
عن جابر بن عبد الله قال كان رسول الله صلى الله عليه وسلم يعرض نفسه على الناس بالموقف فيقول هل من رجل يحملنى الى قومه فان قريشا قد منعونى أن ابلغ كلام ربى عز وجل، فاتاه رجل من همدان فقال ممن أنت فقال الرجل من همدان، قا فهل عند قومك من منعة؟ قال نعم، ثم إن الرجل خشي أن يحقره قومه فاتى رسول الله صلى الله عليه وسلم فقاله آتيهم فأخبرهم ثم آتيك من عام قابل، قال نعم، فانطلق وجاء وفد الأنصار فى رجب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৩৪ | মুসলিম বাংলা