মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৩৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বনূ আশহাল গোত্রীয় লোকজন মক্কার কুরাইশদের সাথে মৈত্রীচুক্তির মাধ্যমে খাযরাজ গোত্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে মক্কায় আগমন করলে পর রাসূল (ﷺ) কর্তৃক তাদের কাছে স্বীয় অবস্থান তুলে ধরা, ইয়াস ইবন্ মু'আযের চারিত্রিক দৃঢ়তা ও বু'আস যুদ্ধ প্রসংগ
(১৩৩) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বু'আছের যুদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে তাঁর রাসূলের (ﷺ) জন্য (একটি বিশেষ) করুণার বিষয়। এরই সুবাদে আল্লাহর রাসূল (ﷺ) মদীনায় আগমন করেন। কাফির-মুশরিকদের ঐক্য ছিন্নভিন্ন হয়ে যায়, তাদের নেতৃস্থানীয়রা নিহত হয় এবং আল্লাহ্ ও তাঁর রাসূলের (ﷺ) মহব্বতে অবশিষ্টরা ইসলামে প্রবেশ করে।
(বুখারী)
(বুখারী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عرضه صلى الله عليه وسلم الاسلام على فتية بنى الأشهل حينما جاءوا يلتمسون الحلف من قريش على قومهم من الخزرج ومنقبة لإياس بن معاذ وذكر وقعه بعاث
عن عائشة رضي الله عنها قالت كان يوم بعاث يوما قدمه الله عز وجل لرسوله صلى الله عليه وسلم فقدم رسول الله صلى الله عليه وسلم المدينة وقد افترق ماؤهم وقتلت سرواتهم ورفقوا لله عز وجل ولرسوله فى دخولهم فى الاسلام