মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৩২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বনূ আশহাল গোত্রীয় লোকজন মক্কার কুরাইশদের সাথে মৈত্রীচুক্তির মাধ্যমে খাযরাজ গোত্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে মক্কায় আগমন করলে পর রাসূল (ﷺ) কর্তৃক তাদের কাছে স্বীয় অবস্থান তুলে ধরা, ইয়াস ইবন্ মু'আযের চারিত্রিক দৃঢ়তা ও বু'আস যুদ্ধ প্রসংগ
(১৩২) 'আব্দুল-আশহাল গোত্রীয় মাহমুদ ইব্ন লাবীদ থেকে বর্ণিত, তিনি বলেন, বনূ আবদুল আশহালের একদল লোক নিয়ে আবুল জালীস আনাস ইব্ন রাফি' (মদীনা থেকে) মক্কায় আগমন করেন। তাঁদের মধ্যে একজন ছিলেন ইয়াস ইব্ন মু'আয। তাদের আগমনের উদ্দেশ্য ছিল কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হওয়া, যাতে করে তাদের গোত্র খাযরাজ গোত্র কর্তৃক আক্রান্ত হলে পরে তারা কুরাইশদের সর্বাত্মক সাহায্য পায়। আল্লাহর রাসূল (ﷺ) তাদের আগমন সংবাদ অবগত হওয়ার পর তাদের কাছে গেলেন এবং তাদের সাথে বসলেন। তিনি তাদের বললেন, যে লক্ষ্যে আপনারা এসেছেন, তার চেয়েও অধিকতর কল্যাণকর বিষয়ে আপনাদের আগ্রহ আছে কি? তারা বললো, সেটি কী? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল। তিনি আমাকে তাঁর বান্দাদের কাছে প্রেরণ করেছেন, আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন এক আল্লাহর ইবাদত করে এবং তাঁর সাথে অন্য কিছু শরীক না করে। আল্লাহ্ আমার উপর কিতাব নাযিল করেছেন। এরপর তিনি ইসলামের দাওয়াত পৌছালেন এবং তাদেরকে কুরআন থেকে তিলাওয়াত করে শোনালেন। ইয়াস ইব্ন মু'আয -সেই সময় সে একজন তরুণ যুবক- বললো, হে সম্প্রদায়, আল্লাহর শপথ, তোমরা যে লক্ষ্য নিয়ে এখানে আগমন করেছ-তার চেয়ে এটি উত্তম। রাবী বলেন, (এ কথা শুনে) দলপতি আবূ জালীস প্রস্তরাকীর্ণ সরু মরু থেকে একটি পাথর উঠিয়ে নিয়ে ইয়াস ইবন্ মু'আযের চেহারায় আঘাত করলো। অতঃপর রাসূল (ﷺ) সেখান থেকে ফিরে আসেন। তারাও মদীনায় প্রত্যাবর্তন করে। এরপর আউস ও খাযরাজ গোত্রদ্বয়ের মধ্যে বুআছের যুদ্ধ সংঘটিত হয়। রাবী বলেন, এর কিছুদিন পর ইয়াস ইব্ন মু'আয মৃত্যুবরণ করেন। মাহমূদ ইবন্ লাবীদ বলেন, তাঁর মৃত্যুর সময় যারা কাছে ছিলেন, তারা তাঁকে মৃত্যুকালীন সময়ে আল্লাহর হামদ-ছানা, তাকবীর-তাহলীল ও তাসবীহ পাঠ করতে শুনেছেন। তারা কখনো সন্দেহ করতো না যে, সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে। তাঁর হৃদয়-পটে ইসলাম সেই বৈঠকেই স্থান করে নিয়েছিল, যে বৈঠকে তিনি আল্লাহর রাসূলের (ﷺ) কাছ থেকে যা শুনবার তা শুনেছিলেন।
(মুহাম্মদ ইবন ইসহাক ও হাফিয আসক্বালানী)
(মুহাম্মদ ইবন ইসহাক ও হাফিয আসক্বালানী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عرضه صلى الله عليه وسلم الاسلام على فتية بنى الأشهل حينما جاءوا يلتمسون الحلف من قريش على قومهم من الخزرج ومنقبة لإياس بن معاذ وذكر وقعه بعاث
عن محمود بن لبيد أخى بنى عبد الأشهل قال لما قدم أبو الجليس أنس بن رافع مكة ومعه فتية من بنى عبد الأشهل فيهم إياس بن معاذ يلتمسون الحلف من قريش على قومهم من الخزرج سمع بهم رسول الله صلى الله عليه وسلم فأتاهم فجلس اليهم، فقال لهم هل لكم الى خير مما جئتم له؟ قالوا وما ذاك؟ قال أنا رسول الله بعثنى الى العباد ادعوهم الى أن يعبدوا الله لا يشركوا به شيئا وأنزل على كتابا ثم ذكر الاسلام وتلا عليهم القرآن. فقال اياس بن معاذ وكان غلاما حدثا أى قوم هذا والله خير مما جئتم له، قال فأخذ أبو جليس أنس بن رافع حفنة من البطحاء فضرب بها فى وجه اياس بن معاذ، وقام رسول الله صلى الله عليه وسلم عنهم وانصرفوا الى المدينة فكانت وقعة بعاث بين الأوس والخزرج قال ثم لم يلبث اياس بن معاذ ان هلك، قال محمود بن لبيد فأخبرني من حضره من قومي عند موته انهم لم يزالوا يسمعونه يهلل الله ويكبره ويحمده ويسبحه حتى مات فما كانوا يشكون ان قد مات مسلما، لقد كان استشعر الاسلام فى ذلك المجلس حين سمع من رسول الله صلى الله عليه وسلم ما سمع