মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৩১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক হজ্জের মওসুমে মীনায় তাঁবুতে তাঁবুতে গিয়ে আরব গোত্রসমূহের কাছে স্বীয় অবস্থান তুলে ধরে তাঁকে সাহায্য-সহযোগিতা করার এবং যারা তাঁকে মিথ্যার অপবাদ দিয়ে তাঁর বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে প্রতিহত করার অনুরোধ
(১৩১) আশ্'আছ থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে বনু মালিক ইব্ন কিনানা গোত্রের জনৈক বৃদ্ধ বলেছেন; আমি রাসূলুল্লাহকে (ﷺ) দেখেছি যুলমাজায নামক বাজারে (লোকদের কাছে) ঘুরে ঘুরে বলছেন, হে লোকসকল, তোমরা বল- "লা-ইলাহা-ইল্লাল্লাহ” তাহলে তোমরা নাজাত পাবে। অপরদিকে আবু জাহল তাঁর উপর মাটি বা ধুলিকণা ছড়াচ্ছিল, আর বলে যাচ্ছিল, লোকসকল, এ যেন তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে বিপথগামী করতে না পারে। সে (মুহাম্মদ) তো চাচ্ছে তোমরা তোমাদের উপাস্যদের পরিত্যাগ কর; লাত ও উয্যাকে পরিত্যাগ কর। কিন্তু আল্লাহর রাসূল (ﷺ) তাঁর প্রতি ভ্রুক্ষেপ করছিলেন না। রাবী বলেন, আমরা সেই বৃদ্ধকে বললাম, রাসূলুল্লাহর (ﷺ) দৈহিক বর্ণনা শোনান। তিনি বললেন, তিনি ছিলেন দুইটি চাঁদর পরিহিত, রক্তিম বর্ণের, সজীব, সুঠাম, সুন্দর চেহারা, মিশমিশে কালো কেশধারী, অতিশয় ফর্সা, ঘন ও লম্বা চুলের অধিকারী এক সুপুরুষ।
(ইবন্ কাছীর ও বায়হাকী, সনদ উত্তম।)
(ইবন্ কাছীর ও বায়হাকী, সনদ উত্তম।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عرض رسول الله صلى الله عليه وسلم نفسه الكريمة على احياء العرب فى مواسم الحج بمنى فى منازلهم على أن يأووه وينصروه ويمنعوه ممن كذبه وخالفه
عن أشعث قال حدثنى شيخ من بنى مالك بن كنانة قال رأيت رسول الله صلى الله عليه وسلم بسوق ذى المجاز يتخللها يقول يا أيها الناس قولوا لا إله الا الله تفلحوا قال وأبو جهل يحثى عليه التراب ويقول يا أبها الناس لا يغرنكم هذا عن دينكم فانما يريد لتتركوا الهتكم وتتركوا اللات والعزى، قال وما يلتفت اليه رسول الله صلى الله عليه وسلم قال قلنا أنعت لنا رسول الله صلى الله عليه وسلم قال بين بردين احمرين مربوع كثير اللحم حسن الوجه شديد سواد الشعر أبيض شديد البياض سابغ الشعر