মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৩০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক হজ্জের মওসুমে মীনায় তাঁবুতে তাঁবুতে গিয়ে আরব গোত্রসমূহের কাছে স্বীয় অবস্থান তুলে ধরে তাঁকে সাহায্য-সহযোগিতা করার এবং যারা তাঁকে মিথ্যার অপবাদ দিয়ে তাঁর বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে প্রতিহত করার অনুরোধ
(১৩০) মুহাম্মদ ইব্নল মুনকাদির আমাদের বলেছেন যে, তিনি রবীয়া ইব্ন 'আব্বাদ আল-দীলীকে বলতে শুনেছেন; আমি মীনায় রাসূলুল্লাহকে (ﷺ) শিবিরে শিবিরে গিয়ে মানুষের কাছে ঘুরতে দেখেছি। সময়টি ছিল মদীনায় হিজরতের পূর্বে। তিনি বলছিলেন, হে লোকসকল, নিশ্চয় আল্লাহ্ জাল্লা শানুহু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা তাঁর ইবাদত কর এবং তাঁর সাথে কোন কিছুকে শরীক না কর। রাবী বলেন, তাঁর পেছনে জনৈক ব্যক্তি বলে যাচ্ছিল, এই (মুহাম্মদ) তোমাদেরকে তোমাদের বাপ- দাদার ধর্ম পরিত্যাগ করতে নির্দেশ দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, এই লোকটি কে? বলা হলো এ হচ্ছে আবু লাহাব।
রবীয়া ইব্ন আব্বাদ থেকেই দ্বিতীয় ধারায় বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, আমার অবশ্যই রাসূল (ﷺ) সম্পর্কে স্মরণ আছে, তিনি মীনায় (হজ্জের মওসুমে) শিবিরে শিবিরে ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়ে দাওয়াত পেশ করেছেন; আমি আমার পিতার সাথে ছিলাম। তখন আমি এক তরুণ যুবক। দেখলাম আল্লাহর রাসূলের (ﷺ) পেছনে দু'ভাগে বিভক্ত ঘন লম্বা কেশরাজিবিশিষ্ট সুন্দর চেহারার এক লোক। রাসূল (ﷺ) যখনই কোন গোত্রের পাশে দাঁড়িয়ে বলতেন, আমি আল্লাহর রাসূল। তিনি তোমাদের নির্দেশ দিচ্ছেন যেন তোমরা তাঁরই ইবাদত কর, এবং তাঁর সাথে কোন কিছু শরীক না কর। তখনই তাঁর পেছনের সেই লোকটি বলছিল, নিশ্চয় এই (মুহাম্মদ) তোমাদের আহ্বান জানাচ্ছে যেন তোমরা তোমাদের বাপ-দাদার ধর্ম পরিত্যাগ কর। লাত ও উয্যাকে অপমানিত কর এবং বনূ মালিক ইবন আইয়াশের সাথে মৈত্রীচুক্তি ভঙ্গ কর। সে আহ্বান জানাচ্ছে নতুন ধর্মমত (বিদআত) ও ভ্রষ্টতার দিকে। রাবী বলেন, তখন আমার পিতাকে জিজ্ঞেস করলাম লোকটি কে? পিতা বললেন, এ হচ্ছে তাঁর চাচা আবু লাহাব আবদুল উয্যা ইব্ন আবদুল মুত্তালিব।
(ইবন ইসহাক ও বায়হাক্বী।)
রবীয়া ইব্ন আব্বাদ থেকেই দ্বিতীয় ধারায় বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, আমার অবশ্যই রাসূল (ﷺ) সম্পর্কে স্মরণ আছে, তিনি মীনায় (হজ্জের মওসুমে) শিবিরে শিবিরে ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়ে দাওয়াত পেশ করেছেন; আমি আমার পিতার সাথে ছিলাম। তখন আমি এক তরুণ যুবক। দেখলাম আল্লাহর রাসূলের (ﷺ) পেছনে দু'ভাগে বিভক্ত ঘন লম্বা কেশরাজিবিশিষ্ট সুন্দর চেহারার এক লোক। রাসূল (ﷺ) যখনই কোন গোত্রের পাশে দাঁড়িয়ে বলতেন, আমি আল্লাহর রাসূল। তিনি তোমাদের নির্দেশ দিচ্ছেন যেন তোমরা তাঁরই ইবাদত কর, এবং তাঁর সাথে কোন কিছু শরীক না কর। তখনই তাঁর পেছনের সেই লোকটি বলছিল, নিশ্চয় এই (মুহাম্মদ) তোমাদের আহ্বান জানাচ্ছে যেন তোমরা তোমাদের বাপ-দাদার ধর্ম পরিত্যাগ কর। লাত ও উয্যাকে অপমানিত কর এবং বনূ মালিক ইবন আইয়াশের সাথে মৈত্রীচুক্তি ভঙ্গ কর। সে আহ্বান জানাচ্ছে নতুন ধর্মমত (বিদআত) ও ভ্রষ্টতার দিকে। রাবী বলেন, তখন আমার পিতাকে জিজ্ঞেস করলাম লোকটি কে? পিতা বললেন, এ হচ্ছে তাঁর চাচা আবু লাহাব আবদুল উয্যা ইব্ন আবদুল মুত্তালিব।
(ইবন ইসহাক ও বায়হাক্বী।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى عرض رسول الله صلى الله عليه وسلم نفسه الكريمة على احياء العرب فى مواسم الحج بمنى فى منازلهم على أن يأووه وينصروه ويمنعوه ممن كذبه وخالفه
حدّثنا بن المنكدرأنه سمع ربيعة بن عباد الديلى رضي الله عنه يقول رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف على الناس بمنى فى منازلهم قبل أن يهاجر الى المدينة يقول يا أيها الناس ان الله عز وجل يامركم أن تعبدوه ولا تشركوا به شيئا، قال ووراءه رجل يقول هذا يأمركم أن تدّعوا دين أبائكم فسألت من هذا الرجل؟ فقيل هذا أبو لهب (ومن طريق ثان) عن ربيعة بن عباد ايضا قال والله انى لاذكره (يعنى النبى صلى الله عليه وسلم) يطوف على المنازل لمنى وأنا مع أبى غلام شاب ووراءه رجل حسن الوجه أحول ذو غديرتين فلما وقف رسول الله صلى الله عليه وسلم على قوم قال أنا رسول الله يامركم أن تعبدوه ولا تشركوا به شيئا، ويقول الذى خلفه ان هذا يدعوكم الى أن تفارقوا دين آبائكم وأن تسلخوا اللات والعزى وحلفاءكم من بنى مالك ابن اقيش الى ما جاء به من البدعة والضلال قال فقلت لابى من هذا قال عمه أبو لهب عبد العزى بن عبد المطلب