মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১২৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ইসরা ও মি'রাজ শেষে রাসূলুল্লাহর (ﷺ) মক্কায় প্রত্যাবর্তন, কুরাইশদেরকে তাঁর দেখা বিষয়সমূহের সংবাদ প্রদান ও কুরাইশ কর্তৃক তাঁকে মিথ্যা প্রতিপাদন
(১২৯) জাবির ইবন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (ﷺ) বলতে শুনেছি, বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করানোর রজনীতে আমাকে কুরাইশরা যখন মিথ্যার অপবাদ দিল, তখন আমি হিজর (হাতীম)-এর কাছে (চিন্তাক্লিষ্ট মনে) দাঁড়িয়ে ছিলাম। তখন আল্লাহ্ তা'আলা আমার জন্য বাইতুল মাকদিসকে উদ্ভাসিত করে তুলে ধরলেন। আর আমি সেই দিকে তাকিয়ে দেখে দেখে বাইতুল মাকদিসের চিহ্নসমূহের খবর তাদেরকে শুনিয়ে দিলাম।
(ইবন্ কাছীর, আহমদ, বায়হাকী। তাছাড়া যুহরীর বর্ণনাধারা অনুসারে বুখারী ও মুসলিমও উদ্ধৃত করেছেন।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب رجوعه صلى الله عليه وسلم بعد الاسراء والمعراج إلى مكة وإخبار قريش بما رآى وتكذيبهم اياه
عن جابر بن عبد الله يحدث أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبتنى قريش حين أسرى بى الى بيت المقدس قمت فى الحجر فجلا الله لى بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر اليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২৯ | মুসলিম বাংলা