মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১২৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ইসরা ও মি'রাজ শেষে রাসূলুল্লাহর (ﷺ) মক্কায় প্রত্যাবর্তন, কুরাইশদেরকে তাঁর দেখা বিষয়সমূহের সংবাদ প্রদান ও কুরাইশ কর্তৃক তাঁকে মিথ্যা প্রতিপাদন
(১২৮) ইব্ন 'আব্বাস (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, মিরাজ রজনীতে রাসূলুল্লাহকে (ﷺ) বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হয়, তিনি সেখান থেকে ঐ রজনীতেই ফিরে আসেন এবং তাঁর সেই সফরের কথা লোকজনদের কাছে বর্ণনা করেন। এছাড়া বাইতুল মাকদিসের আলামত বা চিহ্নসমূহ হুবহু বর্ণনা করেন। লোকজন তাঁর বর্ণনা শুনে বললো, আমরা মুহাম্মদের কথা সত্য বলে স্বীকার করবো। অতঃপর তারা মুরতাদ হয়ে কাফির হয়ে গেল। আল্লাহ্ তা'আলা আবূ জাহলসহ তাদের গর্দান উড়িয়ে দেন (বদরের যুদ্ধে নিহত হয়)। আবু জাহল বলেছিল, মুহাম্মদ আমাদেরকে যাক্কুম বৃক্ষের ভয় দেখায়। তোমরা খেজুর আর যবের ছাতু নিয়ে মিশ্রিত করে যাক্কুম তৈয়ার কর (এবং স্বাদ গ্রহণ কর, এতে ভয়ের কী আছে?)। রাসূলুল্লাহ্ (ﷺ) মিরাজ সফরে দাজ্জালকে তার স্বীয় আকৃতিতে দেখেছেন; তিনি দেখেছেন স্বচক্ষে (বাস্তবে) নিদ্রায় স্বপ্নযোগে নয়। তিনি আরও দেখেছেন- ঈসা, মূসা ও ইব্রাহীমকে (আ)। রাসূলুল্লাহকে (ﷺ) জিজ্ঞেস করা হয়েছিল দাজ্জাল সম্পর্কে। তিনি বলেছিলেন, সে ধবধবে সাদা রঙবিশিষ্ট ও বিশালদেহী। তার চোখ একটি। অপর চোখের কোন অস্তিত্বই নেই। তার চোখটি উজ্জ্বল তারকার ন্যায়; তার মাথার চুল ঘন কালো (যেন বৃক্ষশাখা)। ঈসাকে (আ) দেখেছি- ফর্সা রঙের সুঠাম দেহের অধিকারী, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, ঘনচুলবিশিষ্ট এক যুবক। মূসাকে (ﷺ) দেখেছি- অধিক চুলবিশিষ্ট সুস্বাস্থ্যের অধিকারী, মজবুত গড়নের সুপুরুষ। আর আমি ইব্রাহীমের (আ) প্রতি দৃষ্টিপাত করে দেখেছি, তাঁর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যেন আমার অঙ্গপ্রত্যঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি যেন তোমাদের এই সঙ্গীর ন্যায়। জিব্রীল (আ) আমাকে বললেন, মালিক (জাহান্নামের প্রধান রক্ষী)-কে সালাম করুন। আমি তাঁকে সালাম করলাম।
(ইবন্ কাছীর, আহমদ, নাসাঈ ও হাইছামী)
(ইবন্ কাছীর, আহমদ, নাসাঈ ও হাইছামী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب رجوعه صلى الله عليه وسلم بعد الاسراء والمعراج إلى مكة وإخبار قريش بما رآى وتكذيبهم اياه
وعنه ايضا قال اسرى بالنبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم الى بيت المقدس ثم جاء من ليلته فحدثهم بمسيره وبعلامة بيت المقدس وبعيرهم فقال ناس نحن نصددق محمدا بما يقول فارتدوا كفارا، فضرب الله أعناقهم مع أبى جهل وقال أبو جهل يخوفنا محمد شجرة الزقوم هاتوا تمرا وزبدا فتمزقوا وراى الدجال فى صورته رؤيا عين ليس رؤيا منام وعيسى وموسى وابراهيم صلوات الله عليهم فسئل النبى صلى الله عليه وسلم عن الدجال فقال اقمر هجانا قال حسن قال رأيته فيلمانيا اقمر هجانا إحدى عينيه قائمة كأنها كوكب درى كأن شعر رأسه أغصان شجرة ورأيت عيسى شابا أبيض جعد الرأس حديد البصر مبطن الخلق ورأيت موسى أسحم آدم كثير الشعر قال حسن (الشعرة) شديد الخلق، ونظرت الى ابراهيم فلا أنظر اللا إرب من آرابه الا نظرت اليه منى كأنه صاحبكم فقال جبريل عليه السلام سلم على مالك فسلمت عليه