মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১২৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক জিব্রীলকে (আ) তাঁর প্রকৃত সৃষ্টিগত আকৃতিতে দর্শন এবং রাসূল (ﷺ) কি মি'রাজ রজনীতে তাঁর রবের দর্শন লাভ করেছিলেন?
(১২৬) আবূ মূসা আল-আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মহামহিম আল্লাহ্ তা'আলা নিদ্রা যান না। এবং নিদ্রা যাওয়া তাঁর পক্ষে শোভনও নয়। তিনি (সর্বদা) ন্যায়দণ্ড উঁচু-নীচু করে থাকেন। তাঁর আচ্ছাদনপর্দা হচ্ছে আগুন। সেই পর্দা যদি তিনি উঠিয়ে দিতেন, তাহলে তাঁর চেহারার তীব্ররশ্মি তাঁর দৃষ্টির আওতাধীন সবকিছুকে ভস্মীভূত করে দিত। এরপর আবু উবাইদা এই আয়াত পাঠ করেন-
نُودِيَ أَنْ بُورِكَ مَنْ فِي النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَلَمِينَ.
“এবং এই বলে আহ্বান করা হয়- অগ্নিস্থিত সেই সত্তা বরকতময়, আর সবকিছু রয়েছে তাঁর চতুষ্পার্শে। সমগ্র বিশ্বজাহানের প্রভু আল্লাহ্ তা'আলা পূত-পবিত্র ও মহিমান্বিত।”
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب رؤية النبى صلى الله عليه وسلم جبريل عليه السلام فى صورته التى خلق عليها وهل رآى ربه عز وجل ليلة المعراج ام لا؟
عن أبى عبيدة عن أبى موسى (يعنى الأشعرى) قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل لا ينام ولا ينبغى له أن ينام، يخفض القسط ويرفعه، حجابه النار لو كشفها لأحرقت سبحات وجهه كل شئ أدركه بصره، ثم قرأ أبو عبيدة {نودي أن بورك من فى النار ومن حولها وسبحان الله رب العالمين}
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২৬ | মুসলিম বাংলা