মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১২৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক জিব্রীলকে (আ) তাঁর প্রকৃত সৃষ্টিগত আকৃতিতে দর্শন এবং রাসূল (ﷺ) কি মি'রাজ রজনীতে তাঁর রবের দর্শন লাভ করেছিলেন?
(১২৫) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) জিব্রীলকে তাঁর স্বরূপে দেখার আকাঙ্খা পেশ করেন। জিব্রীল (আ) বলেন, আপনি তাহলে আপনার রব্বের কাছে দোয়া করুন। রাসূল (ﷺ) তাঁর রব্বের কাছে দোয়া করলেন। ফলে পূর্ব দিগন্তে উদয় হলো এক মূর্তি, যা ক্রমে উপরে উঠছিল ও বিস্তার লাভ করছিল। নবী করীম (ﷺ) (সে বিশাল-ভয়াল মূর্তিতে) তাকে দেখে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। অতঃপর জিব্রীল (আ) এসে তাঁকে উত্তোলন করলেন এবং তাঁর মুখের দু'পাশ থেকে গাঁজ মুছে দিলেন।
(হাইছামী ও তাবারানী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب رؤية النبى صلى الله عليه وسلم جبريل عليه السلام فى صورته التى خلق عليها وهل رآى ربه عز وجل ليلة المعراج ام لا؟
عن ابن عباس قال سأل النبى صلى الله عليه وسلم جبريل أن يراه فى صورته فقال ادع ربك قال فدعا ربه فطلع عليه سواد من قبل المشرق قال فجعل يرتفع وينتشر قال فلما رآه النبي صلى الله عليه وسلم صعق فأتاه فنعشه ومسح البزاق عن شدقيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান