মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১২৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক জিব্রীলকে (আ) তাঁর প্রকৃত সৃষ্টিগত আকৃতিতে দর্শন এবং রাসূল (ﷺ) কি মি'রাজ রজনীতে তাঁর রবের দর্শন লাভ করেছিলেন?
(১২৩) দ্বিতীয় ধারায় বর্ণিত (আবদুল্লাহ্ ইব্ন শাক্বীক থেকে) আমি আবূ যরকে (রা) বললাম, আমি যদি রাসূলকে (ﷺ) পেতাম, তাহলে একটি প্রশ্ন করতাম। তিনি বললেন, কী সম্পর্কে? বললাম, তিনি তাঁর রবকে দেখেছেন কী? আবূ যর (রা) বললেন, আমি এ প্রশ্নটি তাঁকে করেছিলাম। তিনি ইতিবাচক উত্তরে বলেছেন, আলোকময় সত্তা দেখেছি।
(মুসলিম উভয় ধারায় এবং তায়ালিসী প্রথম ধারায়।)
(মুসলিম উভয় ধারায় এবং তায়ালিসী প্রথম ধারায়।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب رؤية النبى صلى الله عليه وسلم جبريل عليه السلام فى صورته التى خلق عليها وهل رآى ربه عز وجل ليلة المعراج ام لا؟
عن عبد الله بن شقيق قال قلت لأبى ذر لو ادركت رسول الله صلى الله عليه وسلم لسألته، قال عن أى شئ؟ قلت هل رايت ربك؟ قال قد سألته فقال نور رانيّ أراه يعنى على طريق الايجاب