মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১২২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক জিব্রীলকে (আ) তাঁর প্রকৃত সৃষ্টিগত আকৃতিতে দর্শন এবং রাসূল (ﷺ) কি মি'রাজ রজনীতে তাঁর রবের দর্শন লাভ করেছিলেন?
(১২২) আবদুল্লাহ ইবন্ শাক্বীক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু যর (রা)-কে বলেছিলাম, যদি আমি আল্লাহর রাসূলকে (ﷺ) দেখতে পেতাম তাহলে তাঁকে একটি প্রশ্ন করতাম। তিনি বললেন, কী প্রশ্ন করতে? বললাম, তাঁকে প্রশ্ন করতাম যে, তিনি তাঁর মহামহিম রবকে দর্শন করেছেন কি? আবূ যর (রা) বললেন, আমি তাঁকে এই প্রশ্নটি করেছিলাম। উত্তরে তিনি বলেছিলেন যে, তিনি এক নূর (জ্যোতি) দেখেছেন এবং বলেছেন, তাকে কিরূপে দেখব?
(হাদীসটি গরীব।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب رؤية النبى صلى الله عليه وسلم جبريل عليه السلام فى صورته التى خلق عليها وهل رآى ربه عز وجل ليلة المعراج ام لا؟
حدّثنا همام ثنا قتادة عن عبد الله بن شقيق قال قلت لأبى ذر لو رايت رسول الله صلى الله عليه وسلم سألته، قال وما كنت تسأله؟ قال كنت اسأله هل رأى ربه عز وجل، قال فانى قد سألته فقال قد رأيته نورًا انّى أراه (ومن طريق ثان) قال حدّثنا وكيع وبهز قالا ثنا يزيد ابن ابراهيم عن قتادة قال بهز ثنا قتادة
tahqiqতাহকীক:তাহকীক চলমান