মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১২১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক জিব্রীলকে (আ) তাঁর প্রকৃত সৃষ্টিগত আকৃতিতে দর্শন এবং রাসূল (ﷺ) কি মি'রাজ রজনীতে তাঁর রবের দর্শন লাভ করেছিলেন?
(১২১) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, আমি আমার রব্ব তাবারাকা ওয়া তা'আলাকে দেখেছি।
(আবদুল্লাহ ইব্নল ইমাম আহমদ) বলেন, আমি এই হাদীসটি আমার পিতার কাছ থেকে অন্যত্র শ্রবণ করেছি।
(হাদীসটি গরীব।)
(আবদুল্লাহ ইব্নল ইমাম আহমদ) বলেন, আমি এই হাদীসটি আমার পিতার কাছ থেকে অন্যত্র শ্রবণ করেছি।
(হাদীসটি গরীব।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب رؤية النبى صلى الله عليه وسلم جبريل عليه السلام فى صورته التى خلق عليها وهل رآى ربه عز وجل ليلة المعراج ام لا؟
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربى تبارك وتعالى (قال عبد الله بن الامام احمد) وقد سمعت هذا الحديث من ابى املى على فى موضع آخر