মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১২০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি
(১২০) আনাস (রা) থেকে আরও বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মি'রাজ রজনীতে আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছে দেখতে পাই যে, এই বৃক্ষের ফলসমূহ মটকার ন্যায়, আর এর পাতা হাতির কানের মত। এরপর আল্লাহর নির্দেশে যখন তা আচ্ছাদিত হয়ে যায়, তখন তা মনি-মুক্তা বা ইয়াকুত অথবা যামরাদ কিংবা এ ধরনের অন্যকিছুর রূপ পরিগ্রহ করে।
(শেষাংশ ব্যতীত বুখারী ও মুসলিম কর্তৃক উদ্ধৃত। এটি আহমদের ছুলাছিয়্যাতের অন্যতম একটি হাদীস।)
(শেষাংশ ব্যতীত বুখারী ও মুসলিম কর্তৃক উদ্ধৃত। এটি আহমদের ছুলাছিয়্যাতের অন্যতম একটি হাদীস।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما ورد فى أمور متفرقه تتعلق بالاسراء والمعراج
وعنه ايضا قال قال رسول الله صلى الله عليه وسلم انتهيت الى السدرة فاذا نبقها مثل الجرار واذا ورقها مثل آذان الفيلة، فلما غشيها من امر الله ما غشيها تحولت ياقوتاً أو زمردا او نحو ذلك