মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১১৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি
(১১৯) আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, (মি'রাজ রজনীতে) আমাকে সিদরাতুল মুনতাহায় উত্তোলন করা হয়। সেটির অবস্থান সপ্তম আকাশে। এর ফল হাজার (ইয়ামানের একটি এলাকা)-এর মটকার মত এবং পাতা হাতির কানের মত। এর পার্শ্ব থেকে দু'টি প্রকাশ্য নহর (নদী) আর দু'টি গুপ্ত নহর প্রবাহিত হয়। আমি জিব্রীল (আ) কে জিজ্ঞেস করলাম, এ দু'টি কী? তিনি বললেন, গুপ্ত দু'টি জান্নাতে, আর প্রকাশমান দু'টি হচ্ছে নীল ও ফুরাত।
(হাদীসটি সহীহ ও বুখারী কর্তৃক উদ্ধৃত।)
(হাদীসটি সহীহ ও বুখারী কর্তৃক উদ্ধৃত।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما ورد فى أمور متفرقه تتعلق بالاسراء والمعراج
عن أنس أن النبى صلى الله عليه وسلم قال رفعت لى سدرة المنتهى فى السماء السابعة نبقها مثل قلال هجر وورقها مثل آذان الفيلة يخرج من ساقها نهران ظاهران ونهران باطنان، فقلت يا جبريل ما هذان؟ قال اما الباطنان ففى الجنة واما الظاهران فالنيل والفرات