মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১১৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি
(১১৮) আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কে রজনী ভ্রমণের সময়ে সিদ্রাতুল মুনতাহায় পৌছানো হয়। সিদরাতুল মুনতাহার অবস্থান ষষ্ঠ আকাশে। দুনিয়া থেকে যা কিছু উর্ধ্বলোকে পৌঁছায়, তা এখানে এসেই ক্ষান্ত হয় এবং এখান থেকেই তা তুলে নেওয়া হয়। (অপরদিকে) তার উপর থেকে যা কিছু নীচের দিকে ধাবিত হয় (বা প্রেরণ করা হয়) তাও এখানে (সিদরাতুল মুনতাহায়) এসে থেকে যায়, এবং সেখান থেকে তা গৃহীত হয়। আল্লাহর বাণী- إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى এর অর্থ হচ্ছে স্বর্ণনির্মিত প্রজাপতি সিদরাতুল মুনতাহাকে আচ্ছন্ন করে ফেলছিল। মি'রাজের এই ভ্রমণে রাসূলুল্লাহকে (ﷺ) তিনটি বস্তু প্রদান করা হয়। পাঁচ ওয়াক্ত সালাত, সূরা আল-বাক্বারার শেষাংশ এবং তাঁর উম্মতের মধ্যে যারা আল্লাহর একত্বে কোন কিছু শরীক সাব্যস্ত না করবে, তাদের গোনাহসমুহ ক্ষমা করার প্রতিশ্রুতি।
(ইবন্ কাছীর, মুসলিম ও বায়হাকী)
(ইবন্ কাছীর, মুসলিম ও বায়হাকী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما ورد فى أمور متفرقه تتعلق بالاسراء والمعراج
عن عبد الله قال لما أسرى برسول الله صلى الله عليه وسلم انتهى به إلى سدرى المنتهى وهى فى السماء السادسة: اليها ينتهى ما يعرج به من الأرض فيقبض منها، واليها ينتهى ما يهبط به من فوقها فيقبض منها قال {اذ يغشى السدرة ما يغشى} قال فراش من ذهب قال فاعطى رسول الله صلى الله عليه وسلم ثلاثا أعطى الصلوات الخمس وأعطى خواتيم سورة البقرة وغفر لمن لا يشرك بالله من أمته المقحمات