মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১১৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি
(১১৭) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে রজনীতে আমাকে উর্ধ্বলোকে ভ্রমণ করানো হয় সেই রজনীতে আমার সম্মুখে দুটি পাত্র পেশ করা হয়; একটি দুধের এবং অপরটি শরাবের। আমি দু'টো পাত্রই অবলোকন করলাম এবং দুধের পাত্রটি গ্রহণ করলাম। তখন জিব্রীল (আ) বললেন, "সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর যিনি আপনাকে ফিতরত (আর-ইসলাম)-এর প্রতি নির্দেশনা প্রদান করেছেন। (কারণ) যদি আপনি শরাব-পাত্র গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যেত।
(বুখারী, মুসলিম ও তিরমিযী।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما ورد فى أمور متفرقه تتعلق بالاسراء والمعراج
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة أسرى بى أتيت بقدحين قدح لبن وقدح خمر فنظرت اليهما فأخذت اللبن، فقال جبريل الحمد لله الذى هداك للفطرة لو أخذت الخمر غوت أمتك
tahqiqতাহকীক:তাহকীক চলমান