মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১১৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি
(১১৬) আনাস ইবন মালিক থেকে বর্ণিত, ঊর্ধ্বলোকে ভ্রমণের রজনীতে রাসূলুল্লাহর (ﷺ) কাছে জিন ও লাগামসহ বুরাক হাজির করা হয়, যেন তিনি তাতে সওয়ার হতে পারেন। কিন্তু তাতে চড়া তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়াল। তখন জিব্রীল (আ) বোরাককে উদ্দেশ্য করে বললেন, তুমি এরূপ ছটফট করছ কেন? আল্লাহর শপথ, আল্লাহর কাছে এই আরোহণকারীর চেয়ে বেশী সম্মানিত কেউ কখনই তোমার উপর আরোহন করেননি। তখন বোরাকের (লজ্জায়) ঘাম ছোটে (এবং শান্ত হয়ে যায়)।
(তিরমিযী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما ورد فى أمور متفرقه تتعلق بالاسراء والمعراج
عن أنس أن النبى صلى الله عليه وسلم أتى بالبراق ليلة اسرى به مسرجا ملجما ليركبه فاستصعب عليه وقال له جبريل ما يحملك على هذا؟ فوالله ما ركبك أحد قط أكرم على الله عز وجل منه قال فارفض عرقا
tahqiqতাহকীক:তাহকীক চলমান