মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১১৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ্ (ﷺ) ফেরেশতা, নবীকুল (আ) ও অন্যান্য কাফির-পাপিষ্ঠদের পরিদর্শন এবং তাদের কিছু বৈশিষ্ট্য
(১১৩) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, যে রজনীতে আমাকে উর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়, সে রজনীতে আমরা সপ্তম আকাশে পৌঁছালাম; আমি উপর দিকে দৃষ্টিপাত করলাম (জনৈক রাবী আফফান বলেন- "আমার উপরে তাকালাম।")। মেঘমালা, বিদ্যুতের চমক ও বজ্রের আওয়াজ সেখানে দেখতে ও শুনতে পেলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, এরপর আমি আসলাম এমন কিছু লোকের কাছে যাদের পাকস্থলী গৃহের ন্যায়, সেখানে অনেক সাপ যা পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। আমি জিব্রীলকে (আ) জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা সুদখোর। যখন আমি দুনিয়ার আকাশে অবতরণ করলাম, তখন আমার নীচের দিকে দৃষ্টিপাত করলাম। দেখতে পেলাম, ধূলিকণা, ধোঁয়া ও বিভিন্ন ধরনের আওয়াজ। আমি জিব্রীলকে (আ) জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, এরা হচ্ছে সেই সব শয়তান যারা বনী আদমের দৃষ্টিতে অন্তরায় সৃষ্টি করে, যাতে তারা ভূমণ্ডল ও নভোমণ্ডলসমূহের সৃষ্টি ও স্রষ্টা সম্পর্কে গভীর চিন্তা-ভাবনা করতে না পারে। বা যদি এইরূপ করা না হতো, তাহলে আদমসন্তানরা অবশ্যই বিস্ময়কর বিষয়াদি অবলোকন করতে পারতো।
(ইব্ন কাছীর, আহমদ ও ইবন মাজাহ)
(ইব্ন কাছীর, আহমদ ও ইবন মাজাহ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر من رآهم النبى صلى الله عليه وسلم ليلة الإسراء والمعراج من الملائكة والنبيين وآخرين من الكفار والمذنبين وصفة بعضهم
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة أسرى بى لما انتهينا إلى السماء السابعة فنظرت فوق قال عفان، فوقى فاذا أنا برعد وبرق وصواعق، قال فاتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم، قلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء اكلة الربا، فلما نزلت الى السماء الدنيا نظرت أسفل منى فاذا انا برهج ودخان وأصوات فقلت ما هذا يا جبريل؟ قال هذه الشياطين يحومون على أعين بنى آدم ان لا يتفكروا فى ملكوت السموات والأرض، ولولا ذلك لرأوا العجائب