মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১১৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ্ (ﷺ) ফেরেশতা, নবীকুল (আ) ও অন্যান্য কাফির-পাপিষ্ঠদের পরিদর্শন এবং তাদের কিছু বৈশিষ্ট্য
(১১৪) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে রজনীতে আমাকে উর্ধ্বলোকে ভ্রমণ করানো হলো, সেই রজনীতে আমি এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের মুখ আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তাঁরা (ফেরেশতারা) বললেন, এরা দুনিয়াবাসীদের মধ্য থেকে সেইসব বক্তা (ওয়ায়েয) যারা মানুষকে সৎকাজের উপদেশ দান করতো কিন্তু নিজেদেরকে ভুলে যেত (অর্থাৎ উপদেশ অনুসারে আমল করতো না।)। তারা কিতাব পাঠ করতো তবু তারা কি অনুধাবন করবে না?
(ইবন্ কাছীর, ইবন্ মারদুইয়াহ, ইবন্ হিব্বান, ইব্‌ন আবী হাতিম ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر من رآهم النبى صلى الله عليه وسلم ليلة الإسراء والمعراج من الملائكة والنبيين وآخرين من الكفار والمذنبين وصفة بعضهم
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسرى بى على قوم تقرض شفاههم بمقاريض من نار، قال قلت من هؤلاء قالوا خطباء من أهل الدنيا كانوا يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا يعقلون
tahqiqতাহকীক:তাহকীক চলমান