মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১১১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ্ (ﷺ) ফেরেশতা, নবীকুল (আ) ও অন্যান্য কাফির-পাপিষ্ঠদের পরিদর্শন এবং তাদের কিছু বৈশিষ্ট্য
(১১১) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যখন মি'রাজ রজনীতে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হলো, তখন আমি মূসার (আ) পাশ দিয়ে গিয়েছি, তখন তিনি তাঁর কবরে সালাতে রত ছিলেন লাল রঙের টিলার কাছে।
(এই হাদীসের ব্যাখ্যা ও বরাত কিতাবু আহাদীসিল আম্বিয়া" ৯৫ নং হাদীসে উল্লেখ করা হয়েছে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر من رآهم النبى صلى الله عليه وسلم ليلة الإسراء والمعراج من الملائكة والنبيين وآخرين من الكفار والمذنبين وصفة بعضهم
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم لما أسرى بى مررت على موسى وهو قائم يصلى فى قبره عند الكئيب الأحمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১১ | মুসলিম বাংলা