মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১০৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ্ (ﷺ) ফেরেশতা, নবীকুল (আ) ও অন্যান্য কাফির-পাপিষ্ঠদের পরিদর্শন এবং তাদের কিছু বৈশিষ্ট্য
(১০৯) ইব্‌ন আব্বাস (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আমি ঈসা ইব্‌ন মারইয়াম, মূসা ও ইব্রাহীমকে (আ) দেখেছি। ঈসা (আ) হচ্ছেন সুগঠিত দেহী বাদামী রঙের। মুসা (আ) বিশালদেহী। তাঁরা (সাহাবীগণ) জিজ্ঞেস করলেন, ইব্রাহীম (আ) কেমন? রাসূল (ﷺ) বললেন, তোমাদের সঙ্গীর দিকে চেয়ে দেখ, অর্থাৎ স্বয়ং তাঁর মত দেখতে।
(এই হাদীসের বরাত "কিতাবু আহাদীসিল আম্বিয়া" অধ্যায়ে ৩২ নং হাদীসে বর্ণিত হয়েছে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر من رآهم النبى صلى الله عليه وسلم ليلة الإسراء والمعراج من الملائكة والنبيين وآخرين من الكفار والمذنبين وصفة بعضهم
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت عيسى ابن مريم وموسى وابراهيم فأما عيسى فأحمر جعد عريض الصدر، وأما موسى فانه جسيم، قالوا له فابراهيم، قال انظروا إلى صاحبكم يعنى نفسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান