মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১০৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইসরা ও মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ্ (ﷺ) ফেরেশতা, নবীকুল (আ) ও অন্যান্য কাফির-পাপিষ্ঠদের পরিদর্শন এবং তাদের কিছু বৈশিষ্ট্য
(১০৮) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ইসরার রজনীতে আমি মূসা ইব্ন 'ইমরানকে (আ) দেখেছি-বাদামী রংয়ের দীর্ঘকায়, সুগঠিত দেহবিশিষ্ট। মনে হয় যেন তিনি শানুয়া গোত্রের কোন লোক। আর 'ঈসা ইবন মারইয়ামকে (আ) দেখেছি-মাঝারী গড়নের লাল-সাদা মিশ্রিত বর্ণের সোজা ও নরম কেশধারী পুরুষ।
(এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও বরাত "আহাদীসুল আম্বিয়া" অধ্যায়ে ৫১ নং হাদীসে উল্লেখ করা হয়েছে।)
(এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও বরাত "আহাদীসুল আম্বিয়া" অধ্যায়ে ৫১ নং হাদীসে উল্লেখ করা হয়েছে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فى ذكر من رآهم النبى صلى الله عليه وسلم ليلة الإسراء والمعراج من الملائكة والنبيين وآخرين من الكفار والمذنبين وصفة بعضهم
عن ابن عباس قال قال نبى الله صلى الله عليه وسلم رأيت ليلة أسرى بى موسى بن عمر ان رجلا آدم طوال جعدا كأنه من رجال شنوءة ورأيت عيسى بن مريم عليهما السلام مربوع الخلق إلى الحمرة والبياض سبط الرأس