মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১০১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : চাচা আবু তালিবের মৃত্যুর পর কুরাইশের নির্যাতনের ভয়াবহতায় অতিষ্ঠ হয়ে রাসূল (ﷺ)-এর তায়েফ যাত্রা এবং সেখানে তাঁর প্রতি তায়েফবাসীদের জঘন্যতম আচরণ
(১০১) জুনদুব আল-বাজালী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর অঙ্গুলীতে কোন কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হন; জাফর (এ হাদীসের জনৈক রাবী) বলেন, পাথর দ্বারা (আঘাতপ্রাপ্ত হন) এবং আঘাত থেকে রক্তপাত হতে থাকে। (এ ঘটনা তায়েফে অবস্থানকালীন সময়)। তখন রাসূল (ﷺ) বলেন, هَلْ أَنْتِ إِلَّا إِصْبَعٌ دَمِيْتِ وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيْتِ অর্থাৎ, “তুমি একটি অঙ্গুলী মাত্র, যে রক্তাক্ত হয়েছে। আর তুমি যে কষ্ট পেয়েছ তা আল্লাহর রাস্তায়ই পেয়েছ।"
(বুখারী, মুসলিম ও তিরমিযী। হাদীসটি গরীব।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذهابه صلى الله عليه وسلم إلى الطائف لما اشتد عليه ايذاء قريش بعد موت عمه أبى طالب مستنجدًا وردهم عليه أسوأ ردّ
عند جندب البجلى قال أصاب أصبع النبى صلى الله عليه وسلم بشئ وقال جعفر (احد الرواة) حجر فدميت فقال (هل أنت الا اصبع دميت. وفي سبيل الله ما لقيت)
tahqiqতাহকীক:তাহকীক চলমান