মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১০০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : চাচা আবু তালিবের মৃত্যুর পর কুরাইশের নির্যাতনের ভয়াবহতায় অতিষ্ঠ হয়ে রাসূল (ﷺ)-এর তায়েফ যাত্রা এবং সেখানে তাঁর প্রতি তায়েফবাসীদের জঘন্যতম আচরণ
(১০০) আবদুর রহমান ইবন্ খালিদ আল 'আদওয়ানী থেকে বর্ণিত, তিনি তাঁর পিতার কাছ থেকে বর্ণনা করেন- রাবী রাসূলুল্লাহকে (ﷺ) তায়েফের হাক্বীক গোত্রের পূর্বপাশে ধনুক অথবা লাঠির উপর ভর দিয়ে দণ্ডায়মান অবস্থায় দেখেছেন। এটা সেই সময়, যখন আল্লাহর রাসূল (ﷺ) সাহায্য সহযোগিতার আশায় তাদের কাছে গিয়েছিলেন। রাবী বলেন, আমি শুনতে পাচ্ছিলাম, তিনি সূরা وَالسَّمَاءِ وَالطَّارِقِ প্রথম থেকে শেষপর্যন্ত পাঠ করছিলেন। আমি জাহেলিয়াতের ঐ সময় সেই সূরাটি শুনে মুখস্থ করে ফেলেছিলাম, অথচ আমি তখনও একজন মুশরিক। ইসলাম গ্রহণ করার পরও আমি সেই সুরাটি (মুখস্থ) পাঠ করেছি। (যাহোক) একটু পর ছাক্বীফ গোত্রের লোকেরা আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস কররো, ঐ লোকটির কাছ থেকে কী শুনলে? তখন আমি সেই সুরাটি তাদেরকে পাঠ করে শুনালাম। কুরাইশদের কিছুসংখ্যক লোক যারা তাদের সাথে উপস্থিত ছিল, তারা বললো, আমাদের সহচর (বা স্বগোত্রীয়) সম্পর্কে আমরাই সবচেয়ে বেশী অবগত। সে যা বলছে, তা যদি আমরা সত্য মনে করতাম, তাহলে আমরা অবশ্যই তার অনুসরণ করতাম।
(আহমদ, সনদ উত্তম)
(আহমদ, সনদ উত্তম)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذهابه صلى الله عليه وسلم إلى الطائف لما اشتد عليه ايذاء قريش بعد موت عمه أبى طالب مستنجدًا وردهم عليه أسوأ ردّ
عن عبد الرحمن بن خالد العدوانى عن ابيه انه أبصر رسول الله صلى الله عليه وسلم في مشرق ثقيف وهو قائم على قوس أو عصا حين أتاهم يبتغى عندهم النصر، قال فسمعته يقرأ أو السماء والطارق حتى ختمها، قال فوعيتها فى الجاهلية وأنا مشرك ثم قرأتها فى الاسلام، قال فدعتنى ثقيف فقالوا ماذا سمعت من هذا الرجل؟ فقرأتها عليهم، فقال من معهم من قريش نحن أعلم بصاحبنا، لو كنا نعلم ما يقول حقا لتبعناه