মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৮৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : আবু তালিবের পীড়া, মৃত্যু, দাফন ও আনুষাঙ্গিক বিষয়াদি
(৮৮) আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হে রাসূল (ﷺ) আপনার চাচা আবু তালিব আপনাকে সুরক্ষা করেছেন (এবং স্নেহ করেছেন, তাতে তাঁর কোন প্রতিদান কি আল্লাহর কাছে পাবেন না?) রাসূল (ﷺ) বললেন, তিনি গায়ের গোড়ালি ডোবে এ পরিমাণ আগুনের গর্তে আছেন। আমি না হলে তার স্থান হত জাহান্নামের তলদেশে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مرض أبي طالب ووفاته ودفنه وما ورد فيه
عن العباس بن عبد المطلب انه قال يا رسول الله عمك أبو طالب كان يحوطك ويفعل قال انه فى ضخضاخ من نار ولولا انا كان فى الدرك الأسفل من النار