মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৮৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : আবু তালিবের পীড়া, মৃত্যু, দাফন ও আনুষাঙ্গিক বিষয়াদি
(৮৯) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, জাহান্নামের অধিবাসীদের মধ্যে আযাবের দিক থেকে আবু তালিবের আযাব হবে সবচেয়ে হালকা। তাঁকে আগুনের তৈরি একজোড়া জুতা পরানো হবে, তাতেই তার মাথার মগজ ফুটন্ত হয়ে যাবে।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مرض أبي طالب ووفاته ودفنه وما ورد فيه
عن ابن عباس ان رسول الله صلى الله عليه وسلم قال اهون أهل النار عذابا ابو طالب وهو متنعل نعلين من نار يغلى منهما دماغه
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে জাহান্নামবাসী বলে কাফেরদেরকে বোঝানো হয়েছে, যারা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে। যেসকল মুমিন পাপকর্মের দরুন জাহান্নামে যাবে, তারা এর অন্তর্ভুক্ত নয়। কারণ একটা কাল পর্যন্ত তারা জাহান্নামে থাকলেও পরে আল্লাহ তাআলার মেহেরবানীতে তারা মুক্তি পাবে এবং তারপর স্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। তাই তাদেরকে সাধারণভাবে জাহান্নামবাসী বলা যায় না।
এ হাদীছে জাহান্নামের সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে জানানো হয়েছে যে, তাপে তার মাথার মগজ টগবগ করে ফুটবে। এই যদি হয় লঘু শাস্তির অবস্থা, তাহলে কঠিন শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। হাদীছে আছে أهون أهل النار عذابا أبو طالب، وهو منتعل بنعلين، يغلي منهما دماغه ‘জাহান্নামবাসীর মধ্যে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত হবে আবূ তালিব। তাকে দুটি চটি পরিয়ে দেওয়া হবে, যার তাপে তার মাথার মগজ ফুটতে থাকবে।৩৬১
আরেক হাদীছে আছে-
إن أهون أهل النار عذابا: من له بغلان وشراكان من نار، يغلي منهما دماغه كما يغلي المرجل، ما يرى أن أحدا أشد منه عذابا، وإنه لأهونهم عذابا
‘জাহান্নামবাসীদের মধ্যে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত হবে ওই ব্যক্তি, যাকে আগুনের দুটি চটি পরানো হবে, যার ফিতাও হবে আগুনের। তাতে তার মাথার মগজ ডেকচির মত উথলাতে থাকবে। তার ধারণামতে সেই সর্বাপেক্ষা কঠিন শাস্তিপ্রাপ্ত। অথচ তার শাস্তি হবে সর্বাপেক্ষা লঘু।৩৬২
এসব বর্ণনা দ্বারা বোঝা যায়, জাহান্নামে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্তদের মধ্যে একাধিক ব্যক্তি থাকবে। আমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. এ হাদীছ দ্বারাও জানা যায়, জাহান্নামের শাস্তি বাস্তব শারীরিক শাস্তিও বটে, কেবল মানসিক শাস্তি নয়।
খ. আরও জানা যায়, পাপের মাত্রাভেদে জাহান্নামের শাস্তিও হবে বিভিন্ন মাত্রার।
৩৬১. সহীহ মুসলিম, হাদীছ নং ২১২; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২৬৩৬; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪১৩৫
৩৬২. সহীহ মুসলিম, হাদীছ নং ২১৩; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪১৩২
এ হাদীছে জাহান্নামের সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে জানানো হয়েছে যে, তাপে তার মাথার মগজ টগবগ করে ফুটবে। এই যদি হয় লঘু শাস্তির অবস্থা, তাহলে কঠিন শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। হাদীছে আছে أهون أهل النار عذابا أبو طالب، وهو منتعل بنعلين، يغلي منهما دماغه ‘জাহান্নামবাসীর মধ্যে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত হবে আবূ তালিব। তাকে দুটি চটি পরিয়ে দেওয়া হবে, যার তাপে তার মাথার মগজ ফুটতে থাকবে।৩৬১
আরেক হাদীছে আছে-
إن أهون أهل النار عذابا: من له بغلان وشراكان من نار، يغلي منهما دماغه كما يغلي المرجل، ما يرى أن أحدا أشد منه عذابا، وإنه لأهونهم عذابا
‘জাহান্নামবাসীদের মধ্যে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত হবে ওই ব্যক্তি, যাকে আগুনের দুটি চটি পরানো হবে, যার ফিতাও হবে আগুনের। তাতে তার মাথার মগজ ডেকচির মত উথলাতে থাকবে। তার ধারণামতে সেই সর্বাপেক্ষা কঠিন শাস্তিপ্রাপ্ত। অথচ তার শাস্তি হবে সর্বাপেক্ষা লঘু।৩৬২
এসব বর্ণনা দ্বারা বোঝা যায়, জাহান্নামে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্তদের মধ্যে একাধিক ব্যক্তি থাকবে। আমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. এ হাদীছ দ্বারাও জানা যায়, জাহান্নামের শাস্তি বাস্তব শারীরিক শাস্তিও বটে, কেবল মানসিক শাস্তি নয়।
খ. আরও জানা যায়, পাপের মাত্রাভেদে জাহান্নামের শাস্তিও হবে বিভিন্ন মাত্রার।
৩৬১. সহীহ মুসলিম, হাদীছ নং ২১২; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২৬৩৬; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪১৩৫
৩৬২. সহীহ মুসলিম, হাদীছ নং ২১৩; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪১৩২
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)