মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৮৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : আবু তালিবের পীড়া, মৃত্যু, দাফন ও আনুষাঙ্গিক বিষয়াদি
(৮৭) আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) এর সম্মুখে (একদা) তাঁর চাচা আবু তালিবের আলোচনা হচ্ছিল। তিনি বললেন, কিয়ামতের দিন আমার শাফায়াত তাঁর (কিছুটা হলেও) উপকারে আসতে পারে। তাকে আগুনের জ্বলন্ত অংগার রাখা হবে, যা তাঁর পায়ের গোড়ালী পর্যন্ত পৌছাবে এবং তাতেই তাঁর মাথার মগজ ফুটতে থাকবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مرض أبي طالب ووفاته ودفنه وما ورد فيه
عن ابى سعيد الخدرى ان رسول الله صلى الله عليه وسلم ذكر عنده عمه ابو طالب فقال لعله تنفعه شفاعتى يوم القيامة فيجعل فى ضخضاخ من نار يبلغ كعبه يغلى منه دماغه
tahqiqতাহকীক:তাহকীক চলমান