মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৮৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : আবু তালিবের পীড়া, মৃত্যু, দাফন ও আনুষাঙ্গিক বিষয়াদি
(৮৬) আবু আবদুর রহমান আস-সুলামী আলী (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আবূ তালিবের মৃত্যুর পর আমি নবীর (ﷺ) এর কাছে এসে খবর দিলাম যে, আপনার বৃদ্ধ চাচা (আবু তালিব) মৃত্যুবরণ করেছেন। রাসূল (ﷺ) বললেন, যাও তাঁর দাফনের ব্যবস্থা কর; এবং তারপর আমার কাছে না আসা পর্যন্ত কোন কথা বলবে না। অতঃপর আমি তাঁকে দাফন করে পুনরায় রাসূল (ﷺ) এর কাছে আসলাম। তিনি বললেন, যাও গোসল করে আস এবং আমার কাছে ফিরে না আসা পর্যন্ত কোন কথা বলবে না। অতঃপর আমি গোসল সেরে পুনরায় রাসূলের (ﷺ) কাছে আসলাম। এবার তিনি আমার জন্য (আল্লাহর কাছে) এমন সব দোয়া করলেন যার দরুন আমি যত খুশী হয়েছিলাম যে, লাল অথবা কালো (অতিশয় মূল্যবান) উট পেলেও তত খুশী হতাম না। রাবী বলেন, এ ঘটনার পর আলী (রা) যখনই কোন মৃতের গোসল করাতেন; তখন তারপর তিনি নিজেও গোসল করে নিতেন।
দ্বিতীয় আরেকটি বর্ণনায় নাজিয়াহ ইব্‌ন কা'ব আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি (আলী (রা) নবী (ﷺ) এর কাছে এসে খবর দিলেন যে, আবূ তালিব ইন্তিকাল করেছেন। নবী (ﷺ) তাঁকে নির্দেশ দিলেন, "যাও তাঁকে দাফন কর।" আলী (রা) বললেন, তিনি তো মুশরিক অবস্থায় মারা গেলেন। রাসূল (ﷺ) বললেন, তুমি যাও, দাফনের ব্যবস্থা কর। আমি দাফন সম্পন্ন করে তাঁর কাছে পুনরায় ফিরে আসলে তিনি আমাকে বললেন, গোসল করে নাও।
(নাসাঈ, বাযযার, বাইহাকী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مرض أبي طالب ووفاته ودفنه وما ورد فيه
عن ابى عبد الرحمن السلمى عن على رضي الله عنه قال لما توفى ابو طالب أتيت النبى صلى الله عليه وسلم فقلت ان عمك الشيخ قد مات، قال اذهب فواره ثم لا تحدث شيئًا حتى تأتينى، قال فواريته ثم اتيته قال اذهب فاغتسل ثم لا تحدث شيئًا حتى تأتينى، قال فاغتسلت قم أتيته قال فدعا لى بدعوات ما يسرنى ان لى بها حمر النعم وسودها قال وكان على رضي الله عنه اذا غسَّل ميتا اغتسل (ومن طريق ثان) عن ناجية بن كعب يحدث عن على رضي الله عنه انه اتى النبى صلى الله عليه وسلم فقال ان ابا طالب مات، فقال له النبى صلى الله عليه وسلم اذهب فواره: فقال انه مات مشركا فقال اذهب فواره فلما واريته رجعت إلى النبى صلى الله عليه وسلم فقال لى اغتسل
tahqiqতাহকীক:তাহকীক চলমান