মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৮৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : আবু তালিবের পীড়া, মৃত্যু, দাফন ও আনুষাঙ্গিক বিষয়াদি
(৮৫) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর চাচাকে (আবূ তালিবকে মৃত্যুর সময়) বলেছিলেন, আপনি বলুন- “লা-ইলাহা ইল্লাল্লাহ"। আমি কিয়ামতের দিন আপনার এই উচ্চারণের বিষয়ে সাক্ষ্য প্রদান করবো। আবূ তালিব বললেন, যদি কুরাইশরা আমাকে এই বলে তিরস্কার না করতো যে, আবূ তালিব নিছক ভয়ে (মৃত্যুভয়ে) এই কাজ করেছে (ঈমান এনেছে), তাহলে আমি অবশ্যই তোমার সম্মুখে ঐ স্বীকারোক্তি প্রদান করতাম। এসময় আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ
"নিশ্চয় তুমি চাইলেই কাউকে হিদায়াত প্রদান করতে পারবে না।”
(মুসলিম, হাদীসটি সহীহ)
إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ
"নিশ্চয় তুমি চাইলেই কাউকে হিদায়াত প্রদান করতে পারবে না।”
(মুসলিম, হাদীসটি সহীহ)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مرض أبي طالب ووفاته ودفنه وما ورد فيه
عن ابى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لعمه قل لا إله إلا الله اشهد لك بها يوم القيامة، قال لولا أن تعيرنى قريش يقولون انما حمله على ذلك الجزع لأقررت بها عينك فأنزل الله عز وجل {انك لا تهدى من احببت} الآية