মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৮৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : আবু তালিবের পীড়া, মৃত্যু, দাফন ও আনুষাঙ্গিক বিষয়াদি
(৮৪) ইব্ন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ তালিব রোগাক্রান্ত হলে কুরাইশ (নেতৃবৃন্দ) তাঁর কাছে আগমন করে; ঐ সময় রাসূলুল্লাহও (ﷺ) তাঁর কাছে আসেন সেবা-শুশ্রূষা করার উদ্দেশ্যে। আবূ তালিবের মাথার কাছে একটি আসন ছিল। আবূ জাহল তাতে উপবেশন করলো। তারা বললো, হে আবূ তালিব, আপনার ভাতিজা আমাদের উপাস্যগণের বিরোধিতা করে থাকে। আবূ তালিব বললেন, ভাতিজা, তোমার সম্প্রদায়ের লোকেরা তোমার বিরুদ্ধে অভিযোগ করে-কারণটা কি? রাসূল (ﷺ) বললেন, চাচাজান, আমি চাই তারা একটি মাত্র কালেমায় (কাজে) ঐকমত্য পোষণ করুক, যার বদৌলতে সমগ্র আরব তাদের অনুসরণ করবে এবং অনারব লোকেরা তাদের জিযয়া দেবে। তিনি বললেন, সেটি কী? রাসূল (ﷺ) বললেন, "লা-ইলাহা ইল্লাল্লাহ”। অতঃপর (এ কথা শুনে) তারা দাঁড়িয়ে গেল এবং বললো, (তুমি কি চাও) আমরা আমাদের উপাস্যগণকে মাত্র একজন উপাস্যে পরিণত করবো? তখন আল্লাহ্ তা'আলা 'সূরা সোয়াদ'-এর কিছু আয়াত নাযিল করেন-
ص وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ
থেকে
إِنَّ هَذَا لَشَيْءٍ عُجَابٌ.
"সাদ। উপদেশে পরিপূর্ণ আল-কুরআনের শপথ। অবিশ্বাসীরাই বরং অহংকার ও হঠকারিতায় লিপ্ত। তাদের পূর্বে আমি কত জাতিকেই না ধ্বংস করে দিয়েছি। তখন তারা আর্তনাদ করে উঠেছে। কিন্তু তখন আর রক্ষা পাওয়ার অবকাশ ছিল না। এই লোকেরা তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী আবির্ভূত হওয়ায় বিস্মিত হয়েছে। আর অবিশ্বাসীরা বলতে লাগলো, এই ব্যক্তি তো যাদুকর, মিথ্যাবাদী। সে কি সমস্ত উপাস্যের স্থলে একজন মাত্র উপাস্য বানিয়েছিল! এটা নিতান্তই অদ্ভূত ব্যাপার।”
(তিরমিযী ও হাকিম; হাদীসটি সহীহ।)
ص وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ
থেকে
إِنَّ هَذَا لَشَيْءٍ عُجَابٌ.
"সাদ। উপদেশে পরিপূর্ণ আল-কুরআনের শপথ। অবিশ্বাসীরাই বরং অহংকার ও হঠকারিতায় লিপ্ত। তাদের পূর্বে আমি কত জাতিকেই না ধ্বংস করে দিয়েছি। তখন তারা আর্তনাদ করে উঠেছে। কিন্তু তখন আর রক্ষা পাওয়ার অবকাশ ছিল না। এই লোকেরা তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী আবির্ভূত হওয়ায় বিস্মিত হয়েছে। আর অবিশ্বাসীরা বলতে লাগলো, এই ব্যক্তি তো যাদুকর, মিথ্যাবাদী। সে কি সমস্ত উপাস্যের স্থলে একজন মাত্র উপাস্য বানিয়েছিল! এটা নিতান্তই অদ্ভূত ব্যাপার।”
(তিরমিযী ও হাকিম; হাদীসটি সহীহ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مرض أبي طالب ووفاته ودفنه وما ورد فيه
عن ابن عباس قال مرض أبو طالب فأتته قريش وأتاه رسول الله صلى الله عليه وسلم يعوده وعند رأسه مقعد رجل، فقام أبو جهل فقعد فيه فقالوا إن ابن اخيك يقع فى آلهتنا، قال ما شأن قومك يشكونك قال يا عم أريدهم على كلمة واحدة تدين لهم بها العرب وتؤدى العجم اليهم الجزية، قال ما هى؟ قال لا إله إلا الله: فقاموا فقالوا أجعل الآلهة الها واحدًا: قال ونزل {ص والقرآن ذى الذكر} فقرأ حتى بلغ {ان هذا لشئ عجاب} قال عبد الله قال ابى وحدثنا ابو اسامة وحدثنا الأعمش ثنا عباد فذكر نحوه، وقال ابى قال الأشجعى يحيى بن عباد