মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৮১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: উমর ইব্‌নল খাত্তাবের (রা) ইসলাম গ্রহণ ও এর কারণ
(৮১) ইবন 'উমার (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) আল্লাহর নিকট দোয়া করেন- ইয়া আল্লাহ্, আবু জাহল অথবা উমার ইব্‌নল খাত্তাব এই দুজনের মধ্যে তোমার নিকট প্রিয়তর একজনের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী কর। (বাস্তবে দেখা গেল) উভয়ের মধ্যে আল্লাহর নিকট প্রিয়তর হচ্ছেন 'উমার ইবনল খাত্তাব (রা)।
(তিরমিযী, হাদীসটি হাসান, সহীহ ও গরীব।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في إسلام عم بن الخطاب رضي الله عنه وسببه
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال الله مأعز الاسلام بأحب هذين الرجلين اليك بأبى جهل أو بعمر بن الخطاب: فكان أحبهما الى الله عز وجل عمر بن الخطاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান